অদ্ভুত পোস্টের পর হাসপাতালে তসলিমা নাসরিন
হাসপাতালের বিছানায় তসলিমা নাসরিন।ছবি : ফেসবুক থেকে নেওয়া
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কদিন ধরে কিছুটা ‘অস্বাভাবিক’ পোস্ট করছেন তসলিমা নাসরিন। ‘আমার মৃত্যু হয়েছে’ ও ‘দেহ হাসপাতালে দান করেছি’ প্রসঙ্গ নিয়ে দুটি পোস্ট করে ভক্তদের মনে কৌতূহল জাগানোর পর এবার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার একটি ছবি পোস্ট করেছেন এই লেখিকা।
গত রোববার রাত ১০টা ২০ মিনিটের দিকে একটি ছবি পোস্ট করেন তসলিমা নাসরিন। ছবিতে দেখা গেছে, তিনি কোনো একটা হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন।
আনন্দবাজার লিখেছে, কয়েকদিন ধরে ‘অদ্ভুত’ সব বার্তা ফেসবুকে পোস্ট করে যাচ্ছিলেন তসলিমা। শনিবার নিজের মৃত্যুর খবর দিয়ে একটি পোস্ট করেন তিনি।
হাসপাতালে তসলিমা নাসরিন।ছবি : ফেসবুক থেকে নেওয়া
এছাড়া দিল্লির একটি হাসপাতালে মরণোত্তর দেহদানের নথিও তসলিমা শেয়ার করেছেন ফেসবুকে। তার একটিতে লেখা আছে, মৃত্যুর পরে যেন তার শেষ ইচ্ছা অনুযায়ী হাসপাতালে খবর দেওয়া হয়, কারণ তার দেহ দান করা আছে।
আনন্দবাজারের খবরে বলা হয়, গত ৬ জানুয়ারি তসলিমা তার এক বন্ধুর সঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন। তার সঙ্গে তসলিমা লিখেছিলেন, ‘৮০ কিলো থেকে চেষ্টা চরিত্তির করে ৮ মাসে হয়েছিলাম ৫২ কিলো। ৫২র হাড় সর্বস্ব শরীর দেখে ভয়ে পিছু হটতে শুরু করলাম। ২ মাসে তড়িঘড়ি ওজন বাড়িয়ে করলাম ৫৬.৫ কিলো। এখানেই থেমে থাকুক চাইছি।’
তবে কি কম সময়ে অনেকটা ওজন ঝরানোর কারণে অসুস্থ হয়েছেন তিনি-এমন প্রশ্নও এসেছে অনেকের মনে।
তসলিমা নাসরিনের ফেসবুক পোস্ট
আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তসলিমা জানিয়েছিলেন, ২০২১ সালে তিনি লিভার ফাইব্রোসিস রোগে আক্রান্ত হন। অনেক চিকিৎসককে দেখিয়েছিলেন সে সময়। সবাই বলেছিলেন, এই রোগের কোনো ওষুধ নেই। তবে অনেকটা ওজন কমিয়ে ফেললে, সুস্থ থাকা সম্ভব। নয়তো ধীরে ধীরে লিভার যদি কাজ করা বন্ধ করে দেয়, তা হলে মৃত্যু অবধারিত। তাই বেঁচে থাকার তাগিদেই তার ওজন ঝরানোর যত্রা শুরু হয়। রোগা হতে শরীরচর্চা থেকে ডায়েট, সবই করেছিলেন লেখিকা।
/সাইফ/