আকরাম খানের ভাই আকবর খান আর নেই
আকবর খান
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খান পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানের ছোট ভাই আকবর খান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪৫ বছর।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩ টায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন আকরাম খানের স্ত্রী সাবিনা আকরাম ও আকবরের বোন জামাই সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আজ বাদ আছর আউটার স্টেডিয়াম প্রাঙ্গণে মরহুমের জানাজা হবে।
/এসবি/