ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

আনিসুল হকের শারীরিক অবস্থা উন্নতির দিকে

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৪, ৯ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আনিসুল হকের শারীরিক অবস্থা উন্নতির দিকে

নিজস্ব প্রতিবেদক : লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে।

মেয়রের একান্ত সচিব এ কে এম মিজানুর রহমান শনিবার বিকেলে এ কথা জানান।

এ কে এম মিজানুর রহমান বলেন, ‘তিনি আইসিইউতেই আছেন। এখনো ঘুমেই আছেন। মেডিক্যালি ফোর্স সিচুয়েশন। চিকিৎসকরা বলছেন, একটু সময় লাগবে। ব্রেইনের ব্যাপার তো, তাই চিকিৎসকরা তার চিকিৎসার ব্যাপারে ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন। চিকিৎসকরা লক্ষ্য করছেন যে, তার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।’

আনিসুল হক সম্পর্কে ফেসবুকে দেওয়া বিভিন্ন তথ্য সম্পর্কে তিনি বলেন, ‘ফেসবুকে যা আসছে, সব ফেক, সব গুজব।’

মস্তিষ্কের রক্তনালির প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়ে গত ১৩ আগস্ট আনিসুল হক লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হন। সেখানকার চিকিৎসকরা তার রোগ নির্ণয় করেছেন। সেখানে তার চিকিৎসায় একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

উল্লেখ্য, গত দুই মাস ধরে আনিসুল হক এ রোগে ভুগছেন। শুরু থেকেই দেশে ডাক্তার দেখিয়েছেন। তারা রোগ নির্ণয় করতে পারেননি। গত ২৮ জুলাই পারিবারিক কাজে তিনি লন্ডনে যান। যাওয়ার পর হঠাৎ বেশি অসুস্থ হয় পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/৯ সেপ্টেম্বর ২০১৭/সাওন/সাইফ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়