ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

আয়াতের লাশের খণ্ডিত অংশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ৩০ নভেম্বর ২০২২   আপডেট: ১৮:২২, ৩০ নভেম্বর ২০২২
আয়াতের লাশের খণ্ডিত অংশ উদ্ধার

আয়াত। ফাইল ফটো

চট্টগ্রামে অপহরণের পর হত্যার শিকার পাঁচ বছর বয়সী শিশু আয়াতের লাশের খণ্ডিত দুটি অংশ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার (৩০ নভেম্বর) বিকেলে নগরীর ইপিজেড থানার আকমল আলী রোডের সাগর পাড়ে স্লুইসগেট সংলগ্ন এলাকা থেকে লাশের খণ্ডিত অংশগুলো উদ্ধার করা হয়।

পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পুলিশ সুপার নাইমা সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ১৫ নভেম্বর আয়াতকে অপহরণের পর হত্যা করা হয়। পরে লাশ ছয় টুকরা করে বিভিন্ন স্থানে ফেলে দেয় আবীর।’

তিনি আরো বলেন, ‘আবীরকে গ্রেপ্তার ও রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে আয়াতের লাশের খণ্ডিত দুটি অংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আবীরের বাবা-মাকেও গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তারা সবাই রিমান্ডে আছেন।’

উল্লেখ্য, মুক্তিপণের আশায় গত ১৫ নভেম্বর শিশু আয়াতকে অপহরণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার পরদিন আয়াতের লাশ ছয় টুকরা করে বিভিন্ন স্থানে ফেলে দেয় হত্যাকারী।

রেজাউল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়