ঢাকা     বুধবার   ৩০ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৭ ১৪৩২

এম জেড মিন্টুর ‘এক দফা এক দাবি তোমাকেই চাই’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ১৫ মে ২০২৩  
এম জেড মিন্টুর ‘এক দফা এক দাবি তোমাকেই চাই’

বর্তমান সময়ের প্রতিশ্রুতিশীল কন্ঠশিল্পী এম জেড মিন্টু। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন গান ‘এক দফা এক দাবি তোমাকেই চাই’। এটি ভিন্নধারার রোমান্টিক গান।

‘দেয়ালে দেয়ালে পোস্টারিং, রাজপথে মিছিল মিটিং, অনশন করবো শহিদ মিনারে, ভালোবাসবে না যতোদিন, আমার এক দফা এক দাবি, তোমাকেই চাই, চলবেই আন্দোলন, যতোদিন তোমাকে না পাই…’ ভিন্নধর্মী এমন কথার গানটি ইতিমধ্যে শ্রোতাবহলে বেশ সাড়া ফেলেছে। 

কথার ভিন্নতা, সুরের বৈচিত্র আর কন্ঠের মাধুর্যতার সংমিশ্রণে নতুন এই গানটির কারণে শ্রোতাদের ভালোবাসা আর প্রশংসায় ভাসছেন এম জেড মিন্টু। শিল্পীর নিজের কথা ও সুরে গানটির মিউজিক করেছেন আরিফ হাসান।

আরো পড়ুন:

গানটি প্রসঙ্গে এম জেড মিন্টু বলেন, ‘বাংলাদেশের মানুষ বরাবরই আন্দোলনমুখী। তাই ভালোবাসার মানুষকে পেতে কেন আন্দোলন হবেনা? এই ভাবনা থেকেই গানটি লেখা। এই গানে দর্শক ও শ্রোতারা ব্যতিক্রম কিছু পাবে।’

উল্লেখ্য, গত বছর ‘তোরা গ্রামে চলে আয়’ গানটি যখন রিলিজ হয়, তখন থেকে শ্রোতারা মনিরুজ্জামান মিন্টুকে বাংলাদেশের নচিকেতা বলে সম্মোধন করে আসছে। তার গানের কথা বরাবরই অনরকম্য এবং স্বতন্ত্র।

এছাড়া এম জেড মিন্টুর লেখা ও সুরে একটি গান গেয়েছেন এই সময়ের জনপ্রিয় শিল্পী রাজু মন্ডল। রাজু মন্ডলের গানটি দেহতত্ত্বের। ‘মাটির বাক্স’ শিরোনামে মহিদুল হাসান মনের মিউজিক কম্পোজিশনে রাজু মন্ডলের গানটিও শ্রোতাদের প্রশংসা কুড়াচ্ছে।

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়