করোনার টিকা নিয়ে ডিপজল বললেন ‘ব্যথা নেই’
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
করোনার টিকা নিয়েছেন এ সময়ের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ডিপজল।
করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী টিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকার জনগণকে উদ্বুদ্ধ করছে সংক্রমণ মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং টিকা নিতে। শোবিজ অঙ্গনের তারকাদের অনেকেই টিকা নিয়েছেন। সেই তালিকায় এবার যুক্ত হলো মনোয়ার হোসেন ডিপজলের নাম।
টিকা নিয়ে ডিপজল রাইজিংবিডিকে বলেন, ‘টিকা নেয়ার জন্য পরিবার থেকে সবাই তাগিদ দিচ্ছিল কিন্তু কাজের চাপে সময় বের করে টিকা নেয়া হয়নি। আজ সোহরাওয়ার্দী হসপিটালে গিয়ে টিকা নিয়েছি। আলহামদুলিল্লাহ। প্রথম ডোজ নিলাম কোনো ব্যথা নেই। সবাই টিকা নিয়ে নিরাপদে থাকুন।'
খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল প্রযোজক হিসেবেও সফল। চলতি বছরের শুরুর দিকে এই অভিনেতা ১২ মাসে ১২টি সিনেমা নির্মাণের ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় কয়েকটি সিনেমার নির্মাণ কাজ শেষ করেছেন তিনি। ডিপজল অভিনীত ও প্রযোজিত ‘সৌভাগ্য’ সিনেমাটি গত ঈদুল ফিতরে সারা দেশে মুক্তি পেয়েছে। ‘মানুষ হলো অমানুষ’, ‘বাংলার হারকিউলিস’, ‘যেমন জামাই তেমন বউ’-এর কাজ সম্প্রতি শেষ হয়েছে। সিনেমাগুলো পর্যায়ক্রমে মুক্তি দেয়া হবে বলে জানান এই অভিনেতা।
ঢাকা/তারা