জাফলংয়ে নদীতে ডুবে পর্যটকের মৃত্যু
নোমান || রাইজিংবিডি.কম
নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রকৃতি কন্যা খ্যাত জাফলংয়ে বেড়াতে এসে পাহাড়ি নদীতে ডুবে পর্যটক রিফাত আহমদের (১৯) মারা গেছে।
শনিবার বেলা ১১টার দিকে জাফলংয়ের পিয়াইন নদীতে গোসলে নেমে তিনি নিখোঁজ হন। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুজির পর দুপুর ১২টার দিকে তার লাশ উদ্ধার করেন।
নিহত রিফাত ঢাকার উত্তরার আবু সাইদের ছেলে। পরিবার ও বন্ধুদের সঙ্গে ঈদের ছুটিতে জাফলং বেড়াতে এসেছিলেন।
পর্যটন পুলিশের পরিদর্শক আব্দুন নুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাইজিংবিডি/সিলেট/২৫ আগস্ট ২০১৮/নোমান/বকুল
রাইজিংবিডি.কম