ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দাওরায়ে হাদিসের ফল বৃহস্পতিবার

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ৪ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দাওরায়ে হাদিসের ফল বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক : দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় প্রকাশিত হবে।

দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান ঘোষণার পর দ্বিতীয়বারের মতো দাওরায়ে হাদিস পরীক্ষার ফল প্রকাশ হতে যাচ্ছে।

এ ফল হাইআতুল উলাইয়ার নিজস্ব ওয়েবসাইট এ পাওয়া যাবে। মোবাইল ফোনের মেসেজের মাধ্যমেও ফলাফল পাওয়া যাবে। যেকোনো নম্বর থেকে মেসেজ অপশনে গিয়ে HTR (স্পেস) রোল নম্বর লিখে Send করতে হবে ৯৯৩৩ নম্বরে।

এবার দাওরায়ে হাদিসে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০ হাজার ৭৪৯ জন। এদের মধ্যে ছাত্র ১৪ হাজার ৭৪৭ জন। ছাত্রী ৬ হাজার ২ জন। সারা দেশে ১৭২টি ছাত্র কেন্দ্রে ও ১৫০টি ছাত্রী কেন্দ্রে এ পরীক্ষা হয়।

মোট মাদরাসা ১ হাজার ৩৮টি। পুরুষদের মাদরাসা ৫৫৪টি। নারীদের মাদরাসা ৪৮৪টি। দেশের ছয়টি কওমি মাদরাসা শিক্ষাবোর্ডর অধিভুক্ত দাওরায়ে হাদিস মাদরাসার ছাত্রছাত্রীরা এ পরীক্ষায় অংশ নেন।

বোর্ডগুলো হলো- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, বেফাকুল মাদারিসিল কওমিয়া, গওহরডাঙ্গা, বাংলাদেশ, আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ ও বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ।



রাইজিংবিডি/ঢাকা/৪ জুলাই ২০১৮/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়