নাটোরের পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ২
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
নাটোরের সিংড়া এবং বড়াইগ্রামে পৃথক দুটি স্থানে বৃহস্পতিবার (২৯জুলাই) সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত আজাহার আলী (৭০) সিংড়া উপজেলার কলম গ্রামের আকবর আলীর ছেলে। অপরজনের পরিচয় জানা যায়নি।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম জানান, সিংড়া উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় নাটোরগামী একটি ট্রাক ভ্যান চালক আজাহার আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালকের মৃত্যু হয়।
অপরদিকে, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম বলেন, ‘নাটোর-সিরাজগঞ্জ মহাসড়কের লাথুরিয়া এলাকায় বিকল হওয়া ট্রাকটিকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এতে বিকল ট্রাকের হেলপার নিহত হয়।’
উভয় ট্রাক বনপাড়া হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান আনারুল ইসলাম।
আরিফুল ইসলাম/সনি