নেত্রকোনায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহত ২
নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। আজ রোববার (২২ আগস্ট) রাতে উপজেলার সদর ইউনিয়নের বড়ি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার মোহনপুর গ্রামের সরকার বাড়ির বাসিন্দা জয়নালী আবেদনী তারা মিয়ার ছেলে তানভীর আহমেদ রুবেল (২৫) এবং মৃত কুরবান আলী ছেলে মুর্তুজ আলী (৬৫)।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার ফজরুজ্জামান জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুর্তুজ আলীকে নিয়ে রুবেল মোহনগঞ্জ থেকে মোটর সাইকেলে করে বাড়িতে যাচ্ছিলেন। রাত ৮টার দিকে বড়ি এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
দেবল/বকুল