ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বাগেরহাটে যুবলীগ কর্মীকে ডেকে নিয়ে কুপিয়ে জখম 

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪১, ১৮ জুলাই ২০২১  
বাগেরহাটে যুবলীগ কর্মীকে ডেকে নিয়ে কুপিয়ে জখম 

আহত হানিফ মল্লিক

বাগেরহাটের চিতলমারী উপজেলায় পূর্বশত্রুতার জেরে হানিফ মল্লিক নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়েছে প্রতিপক্ষের লোকজন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সে ভর্তি করেছে স্থানীয়রা। 

রোববার (১৮ জুলাই) সকালে এই ঘটনার পরে পুলিশ দুইজনকে আটক করে আদালতে পাঠিয়েছে। তারা হলেন, চিতলমারী উপজেলার উমাজুড়ি গ্রামের টুকু মল্লিক ও লাভলু মল্লিক। 

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হানিফ মল্লিক বলেন, পূর্বশত্রুতা ও জমি নিয়ে বিরোধ মীমাংসার কথা বলে সকালে তাকে ফারুক মল্লিক, টুকু মল্লিক ও লাভলু মল্লিক বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে কিছু বুঝে উঠার আগে এলোপাথাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। 

আরো পড়ুন:

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম মো.  কামরুজ্জামান খান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এই হামলা হয়েছে। আবু হানিফ বাদী হয়ে ছয়জনকে আসামি করে চিতলমারী থানায় মামলা করেছেন। পুলিশ দুইজনকে আটক করে আদালতে পাঠিয়েছে। অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

টুটুল/বকুল  

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়