ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ চাল-ডালের বস্তা জব্দ

কক্সবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ১৮ জুলাই ২০২১  
রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ চাল-ডালের বস্তা জব্দ

কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্প থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণ চাল, ডাল ও তেল জব্দ করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সদস্যরা। ডাম্পার গাড়িসহ কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ডি-৩ চেকপোস্টে পণ্যগুলো জব্দ করা হয়। এসময় একজনকে আটক করা হয়েছে।

রোববার (১৮ জুলাই) দুপুর ২টায় এ তথ্য নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক এসপি নাঈমুল হক।

আটক মো. ওমর সিদ্দিক (১৮) ৫ নম্বর ক্যাম্পের ব্লক-এফ/১ এর মো. ইয়াসিনের ছেলে।

আরো পড়ুন:

এসপি নাঈমুল হক জানান, শনিবার দিবাগত রাতে কুতুপালং ক্যাম্পের ডি-৩ চেকপোস্টে এপিবিএন সদস্যরা একটি ডাম্পার গাড়ি লক্ষ্য করে গাড়ির কাগজপত্র চেক করার জন্য থামাতে বললে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে গাড়িতে থাকা একজন সহকারীসহ ৫০ কেজি ওজনের ৬৪ বস্তা চাউল, এক লিটার ওজনের ৪০টি করে ৩২ বস্তা তেল, এবং  ৪০ কেজি ওজনের ১ বস্তা ডাল জব্দ করা হয়। আটক ব্যক্তি ও মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

তারেকুর/বুলাকী

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়