ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাকিব-নিপুণের সিনেমার ভবিষ্যৎ কী?

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৬, ৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাকিব-নিপুণের সিনেমার ভবিষ্যৎ কী?

শাকিব খান ও নিপুণ

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। বেশ কিছুদিন ধরে বিভিন্ন কারণে আলোচনা-সমালোচনায় রয়েছেন তিনি। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে শাকিবের দেয়া সাক্ষাৎকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ। সেখানে শাকিব খানের শিক্ষাগত যোগ্যতা ও অতীত নিয়ে প্রশ্ন তোলেন এ অভিনেত্রী।

এদিকে নিপুণের এমন সমালোচনায় শাকিব খানও ক্ষিপ্ত হন। এ নিয়ে মিডিয়াতে সংক্ষিপ্ত জবাবও দিয়েছেন তিনি। তাতে করে বলাই যেতে পারে তাদের সম্পর্কের চিড় ধরেছে।

ইতিমধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান-নিপুণ। তবে এ জুটির ‘ভালোবাসা ২০১৬’ সিনেমাটি নির্মাণাধীন রয়েছে। জি সরকার পরিচালিত এ সিনেমাটির শুটিং এখনো বাকি রয়েছে।

২০১৪ সালে জি সরকার ‘লাভ ২০১৪’ নাম দিয়ে সিনেমাটির কাজ শুরু করেন। এ সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন শাকিব খান, অপু বিশ্বাস ও নিপুণ। সিনেমাটির শুটিং ২০১৪ তে শুরু হলেও নানা কারণে এর দৃশ্যধারণ শেষ করতে পারেননি নির্মাতা। তাই কয়েকবার সিনেমাটির নামেরও পরিবর্তন করতে হয়েছে। প্রথমে সিনেমাটির নাম পরিবর্তন করে ‘লাভ ২০১৫’ রাখা হয়। এরপর তা ‘লাভ ২০১৬’ করা হয়। কিন্তু শাকিব-অপু দম্পতির শিডিউল জটিলতা এখনো শেষ হয়নি সিনেমাটির দৃশ্যায়নের কাজ। এর মধ্যে শাকিব-নিপুণের ঠান্ডা লড়াই নতুন করে সিনেমাটিকে অনিশ্চয়তায় ফেলে দিচ্ছে বলে মনে করছেন অনেকে।

মেঘমালা কথাচিত্রের প্রযোজনায় নির্মিতব্য এ সিনেমায় শাকিব, অপু ও নিপুন ছাড়াও অভিনয় করছেন সুচরিতা, দিতি, আমির সিরাজী, আফজাল শরীফ, কাবিলা, বিপাশা, তানিয়া, মিশা সওদাগর ও মিজু আহমেদ।

ইসরাত জাহান নিবেদিত এই সিনেমাটির মাধ্যমে দীর্ঘদিন পর শাকিব, অপু ও নিপুণ একসঙ্গে অভিনয় করছেন। এই ত্রয়ীর সর্বশেষ অভিনীত সিনেমা মোহাম্মদ হোসেনের ‘নাম্বার ওয়ান শাকিব খান’। দারুণ ব্যবসাসফল ছিল এ সিনেমাটি।

‘লাভ ২০১৬’ সিনেমার কাহিনি লিখেছেন কমল সরকার। চিত্র ধারণ করছেন লাল মোহাম্মদ। গান লিখেছেন রফিকুজ্জামান, কবির বকুল ও প্রদীপ সাহা। সংগীত দেবেন্দ্র চট্টোপাধ্যায়। নৃত্যে মাসুম বাবুল ও ফাইট আরমান।



রাইজিংবিডি/ঢাকা/৬ জুলাই ২০১৭/রাহাত/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়