ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

হাইড্রোপিউরিফিকেশন-সমৃদ্ধ স্মার্ট সিংক উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৫, ৮ জুন ২০২৩  
হাইড্রোপিউরিফিকেশন-সমৃদ্ধ স্মার্ট সিংক উদ্বোধন

ঢাকার আইসিসিবিতে আয়োজিত বাথ অ্যান্ড কিচেন এক্সপোতে স্বনামধন্য লাক্সারিয়াস লাইফস্টাইল ব্র্যান্ড সুইস্-এর নতুন হাইড্রোপিউরিফিকেশন-সমৃদ্ধ স্মার্ট সিংক উদ্বোধন করেছেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির হেড অব ইন্টেরিয়র আর্কিটেকচার অ্যান্ড আর্কিটেকচার ডিপার্টমেন্ট রুবানা সাদিয়া আলম। উপস্থিত ছিলেন সুইস্-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিশেষ অতিথিরা।

লাক্সারিয়াস লাইফস্টাইলের জন্য সর্বাধুনিক বাথওয়্যার এবং কিচেনওয়্যার সংক্রান্ত সবকিছুই রয়েছে সুইস্-এ। সুইস্-এর ৬টি ফ্ল্যাগশিপ স্টোর আছে কুড়িল, বনানী, হাতিরপুল, উত্তরা, বাংলামোটর এবং চট্টগ্রামের কাজীর দেউড়ীতে।

 

ঢাকা/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়