ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খাজা ছমির হত্যায় ২ জন গ্রেফতার

ফয়সাল আহমে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৪, ১১ জানুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খাজা ছমির হত্যায় ২ জন গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের বেলেখাল বাজারে ধর্মান্তরিত হোমিও চিকিৎসক ছমির উদ্দিন মন্ডল ওরফে খাজা ছমির হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

রোববার রাতে সদর উপজেলার নারায়ণপুর ও রামনগর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন নারায়ণপুর গ্রামের নুর ইসলামের ছেলে মিলন মিয়া (২৭) ও রামনগর গ্রামের তাইজেল হোসেনের ছেলে শফিকুল ইসলাম কাজল (২৩)।

 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, রাতভর অভিযান চালিয়ে হোমিও চিকিৎসক ছমির উদ্দিন মন্ডল ওরফে খাজা ছমির হত্যার ঘটনায় মিলন হোসেন ও সফিকুল ইসলাম কাজল নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশি হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

গত ৭ জানুয়ারি বিকেলে ৮৫ বছর বয়সের হোমিও চিকিৎসক ছমির উদ্দিন মন্ডলকে বেলেখাল বাজারের নিজ চেম্বারে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। এর পর থকে পুলিশ হত্যাকাণ্ডের কারণ হিসেবে ছমির উদ্দিনের ধর্মান্তরিত হওয়া, বিভিন্ন সময়ে বিরোধ ও পূর্বশত্রুতার ঘটনা সামনে রেখে তদন্ত করে যাচ্ছে।


 

 

রাইজিংবিডি/ঝিনাইদহ/১১ জানুয়ারি ২০১৬/ফয়সাল আহমেদ/দিলারা/এএন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়