ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিন গুণীজন পাচ্ছেন রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক

মিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৯, ৪ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তিন গুণীজন পাচ্ছেন রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক

নিজস্ব প্রতিবেদক : দেশের তিন বরেণ্য ব্যক্তিত্ব পাচ্ছেন রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক। এরা হলেন কবি বেগম সুফিয়া কামাল (মরণোত্তর), অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ (সভাপতি বিশ্বসাহিত্য কেন্দ্র), শাইখ শিরাজ (কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব)।

 

রোববার বেলা ১২ টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত সংবাদ সম্মেলনে স্বর্ণপদক প্রদান কমিটির আহবায়ক ও কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক অধ্যক্ষা প্রতিভা মুৎসুদ্দির সভাপতিত্বে এক সংবাদ সম্মেলনে স্বর্ণপদক প্রাপ্তদের নাম ঘোষণা করেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক ও সরকারের সাবেক সচিব রাশীদুল হাসান। ধন্যবাদ জ্ঞাপন করেন কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের শিক্ষা উপদেষ্টা ডা. আব্দুল জলিল।

 

অধ্যক্ষা প্রতিভা মুৎসুদ্দি দানবীর রণদা প্রসাদ সাহার জীবন ও কর্মের উপর সংক্ষিপ্ত আলোকপাত করেন।

 

তিনি বলেন, ‘শৈশবেই দানবীর তার মাকে হারান তৎকালীন চিকিৎসা সুবিধার দুষ্প্রাপ্যতার কারণে। পরবর্তী সময়ে সততা, অসাধারণ ধীশক্তি, মনোসংযোগ, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে শূন্য থেকে বিপুল বিত্তের মালিক হন তিনি। বিত্তবান রণদা প্রসাদ সাহা ভোগবাদী ছিলেন না বরং সকল সম্পদ নিয়োগ করেন মায়ের মৃত্যুর চিহ্নিত কারণগুলোকে প্রতিমিত করতে।’

 

তিনি বলেন, ‘দানবীর রণদা প্রসাদ সাহা মায়ের নামে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট গঠন করেন। ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে প্রতিষ্ঠিত টাঙ্গাইলে কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস্ ও কুমুদিনী মহিলা ডিগ্রি কলেজ (বর্তমানে সরকারি) মানিকগঞ্জে দেবেন্দ্র কলেজ (বর্তমানে সরকারি) শিক্ষা ও স্বাস্থ্য সেবায় নিয়োজিত। ঢাকার কম্বাইন্ড মিলিটারি হসপিটালের তৎকালীন মেটার্নিটি ওয়ার্ডটি তাঁরই অর্থানুকুল্যে প্রতিষ্ঠিত। এ রকম দেশে ও বিদেশে বহু জনহিতকর কর্মকাণ্ড দানবীরের অর্থানুকুল্যে ধন্য। মহান দানবীর তার ট্রাস্টের কর্মকাণ্ড এমনভাবে বিন্যস্ত  করেছেন যে, প্রতিষ্ঠানটি তাঁর অবর্তমানেও সেবার নতুন দিগন্ত উম্মোচন করতে পারে।’

 

ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ৭ মে দানবীর ও তাঁর একমাত্র কর্মক্ষম পুত্র ভবানী প্রসাদ সাহাকে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা অপহরণ করে। সেই থেকে তাঁরা নিখোঁজ। কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট শোককে শক্তিতে রূপান্তর করেছে। স্বাধীনতা উত্তর প্রতিষ্ঠিত হয়েছে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী নার্সিং স্কুল ও কলেজ, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ, নারায়ণগঞ্জে কুমুদিনী হ্যান্ডিক্রাফট ও ট্রেড ট্রেনিং কলেজ এবং অতিসম্প্রতি রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়।

 

মানুষ ও সমাজসেবায় নিবেদিত বরেণ্য ব্যক্তিবর্গ ট্রাস্ট তথা দেশ ও জাতির গর্ব। রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক -২০১৬ প্রদানের মাধ্যমে বরেণ্য ব্যক্তিবর্গের আলোকিত প্রেরণাকে ধারণ করতে চায় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট। এবারের স্বর্ণপদক প্রদান দ্বিতীয় প্রয়াস। ২০১৫ সনে ১ম বারের মত রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক প্রদান করা হয়।’

 

সংবাদ সম্মেলনে জানানো হয় যে, আগামী ১৪ মে শনিবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বিকাল ৫টায় দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক বক্তৃতা ও স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে বরেণ্য ব্যক্তিবর্গকে আনুষ্ঠানিকভাবে স্বর্ণপদকে ভূষিত করা হবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৪ মে ২০১৬/মিথুন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়