ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাত কার্যদিবস পর লেনদেন বেড়েছে

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ৩০ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাত কার্যদিবস পর লেনদেন বেড়েছে

অর্থনৈতিক প্রতিবেদক : টানা সাত কার্যদিবসে পুঁজিবাজারে লেনদেন কমার পর আজ মঙ্গলবার লেনদেন বেড়েছে। যদিও উভয় পুঁজিবাজারে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।

 

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৯ শতাংশ লেনদেন বেড়েছে। দিনশেষে ৫৩১ কোটি ১৩ লাখ টাকা লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১২০ কোটি ৫৭ লাখ টাকা বেশি।

 

ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির দর।

 

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫২৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৩৪ পয়েন্টে।

 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এই এক্সচেঞ্জে সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯০২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

 

সিএসইতে ২৪ কোটি টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয় ২৩ কোটি টাকা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ আগস্ট ২০১৬/আশিক/হাসান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়