ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

এ সপ্তাহের রাশিফল (২২-২৮ জুন)

প্রকাশিত: ০৮:৪৭, ২২ জুন ২০২৪   আপডেট: ০৮:৫৮, ২২ জুন ২০২৪
এ সপ্তাহের রাশিফল (২২-২৮ জুন)

সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রলজার্স সোসাইটির (বিএএস) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): বিভিন্ন দিক থেকে সাফল্যের ইঙ্গিত পাবেন। কর্মক্ষেত্রে সুনাম ও মর্যাদা বাড়বে। কোনো অপ্রত্যাশিত বিষয় আপনাকে বিচলিত করতে পারে। মনোবল উঠানামা করবে। বিদেশ যাত্রা হতে পারে। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ।

আরো পড়ুন:

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): প্রিয়জন কারো সঙ্গে মানসিক জটিলতা বাড়তে পারে। কর্মব্যস্ততা বাড়বে। মনোবল চাঙা থাকবে। দুর্ঘটনাজনিত বিষয় থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। বসের মন যুগিয়ে চলা কঠিন হবে। দাম্পত্য ও পারিবারিক ক্ষেত্রে মানিয়ে চলতে হবে। আর্থিকভাবে লাভবান হতে পারেন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। কারো সঙ্গে মতবিরোধ হতে পারে। কোনো রকম ভুল পদক্ষেপ ক্ষতিকর হবে। সামাজিক কাজে ব্যস্ততা বাড়বে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। আত্মকেন্দ্রিক মানুষদের এড়িয়ে চলুন। পারিবারিক শান্তি বজায় থাকবে।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): জনসংযোগমূলক কাজে সফলতা পাবেন। স্বাধীন পেশায় সুনাম বাড়বে। পেশাগত কাজে আপনার গৃহীত পদক্ষেপ প্রশংসিত হবে। পারিবারিক ক্ষেত্রে মানিয়ে চলা কঠিন হবে। মানসিক প্রশান্তির জন্য ধ্যান, যোগ ব্যায়াম অভ্যাস করুন। প্রেমে সফলতা পাবেন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): অর্থ উপার্জনে সফলতা পাবেন। দাম্পত্য ও পারিবারিক ক্ষেত্রে মানিয়ে চলা কঠিন হবে। সামাজিক কাজে ব্যস্ততা বাড়বে। নেতিবাচক লোকদের সংস্পর্শ এড়িয়ে চলুন। কারো প্রশংসায় প্রভাবিত হবেন না। সময়কে গুরুত্ব দিয়ে বিবেচনা করুন। আবেগ তাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): প্রিয়জনের সান্নিধ্য আনন্দদায়ক হবে। পেশাগত কাজে সফলতা পাবেন। নিজের প্রভাব, প্রতিপত্তি ও গুরুত্ব বাড়বে। প্রেমে দূরত্ব তৈরি হতে পারে। পারিবারিক বিষয়ে ইতিবাচক থাকুন। আবেগকে সংযত রাখার চেষ্টা করুন। সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ভ্রমণ শুভ।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): অকারণে আর্থিক ব্যয় বাড়বে। রাগ বা জেদের কারণে মানসিক অস্থিরতা বাড়বে। কর্মক্ষেত্রে সুনাম ও মর্যাদা বাড়বে। কোনো শুভ কাজে যোগ দিতে পারেন। শরীরের প্রতি যত্নশীল হন। খেলাধুলা ও সাংস্কৃতিক কাজে জড়িতদের সফলতা আসবে। পারিবারিক শান্তি উপভোগ করবেন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মক্ষেত্রে আপনার সুনাম বাড়বে। শিক্ষার্থীদের সফলতা প্রাপ্তি হতে পারে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। বিনিয়োগ সংক্রান্ত ব্যাপারে লাভবান হবেন। প্রেমে আনন্দ অনুভব করবেন। পারিবারিক সম্পর্ক ভালো যাবে। রাগ বা জেদের কারণে আর্থিক ক্ষতির কারণ হতে পারে।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): প্রতিযোগিতামূলক কাজে সফলতা পাবেন। বিনিয়োগে সফলতা আসবে। পেশাগত সফলতা পাবেন। সামাজিক মর্যাদা ও গুরুত্ব বাড়বে। কাজের চাপ বাড়বে। বিদেশ ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে। রোমান্টিক সম্পর্ক উপভোগ করবেন। আবেগ তাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): সামাজিক ও জনসংযোগমূলক কাজে সফলতা পাবেন। ভাই-বোন কারো সফলতার সংবাদ পাবেন। শরীর ও মন ভালো যাবে। মিতব্যয়ী ও মিতবাক হওয়ার চেষ্টা করুন। পারিবারিক ক্ষেত্রে কৌশলী হতে হবে। প্রিয়জনের সঙ্গে মতবিরোধ হতে পারে। সুস্বাস্থ্যের জন্য পর্যাপ্ত বিশ্রাম নিন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ভাগ্য সুপ্রসন্ন থাকবে। কর্মব্যস্ততা বাড়বে। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। প্রিয়জনের সহযোগিতা পাবেন। অসুস্থতাজনিত ব্যয় বাড়বে। নিজের প্রভাব, প্রতিপত্তি ও গুরুত্ব বাড়বে। চাকরিসংক্রান্ত যোগাযোগ শুভ। গৃহে আত্মীয় সমাগম হবে। কিছুটা আর্থিক চাপে থাকবেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): প্রেম ও রোমাঞ্চ শুভ। ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। সন্তানের কোনো বিষয় দুশ্চিন্তার কারণ হতে পারে। কোনো অপ্রত্যাশিত ঝামেলায় জড়াতে পারেন। দূর থেকে কোনো সুখবর পেতে পারেন। আর্থিক টেনশন থাকবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বাড়বে। শরীরের প্রতি খেয়াল রাখতে হবে।

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়