ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে শরবত বিতরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৯, ১৬ সেপ্টেম্বর ২০২৪  
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে শরবত বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে পথচারী‌দের মাঝে শরবত বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ কর্মসূচি পালন করেন সংগঠন‌গুলোর নেতাকর্মীরা। সকাল ৮টা থেকে থেকে ট্রাক‌যো‌গে মিলাদ, কিয়াম, নাতে রাসুল ও ক্বাসিদা প‌রি‌বেশ‌নের মধ্যে দিয়ে চ‌লে শ‌রবত বিতরণ। জশনে জুলুসে আগত হাজার হাজার আ‌শে‌কে রাসুলসহ পথচারী‌দের শরবত খাওয়া‌নো হয়।

এ সময় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতা মুহাম্মদ আবদুল হাকিম কোরআন ও হাদিসের আলোকে ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব বর্ণনা করে বলেন, যে ব্যক্তি মহানবীর আগমনে খুশি হবে না, সে কখনো প‌রিপূর্ণ মুসলমান হতে পারে না। তার আগমনে কেবল মুমিনরাই খুশি হয়। নবীর জীবনীর অনুসরণই একমাত্র মুক্তির পথ।

অ্যাডভোকেট হেলাল উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ইমরান হুসাইন তুষার, মাসউদ হোসাইন, শাহাবুদ্দিন মীর, জাবের হোসাইন, মোহাম্মদ আরিফ ও সাইফুল ইসলাম প্রমুখ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

নঈমুদ্দীন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়