ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

নয়া পল্টনে চলছে জাসাসের সাংস্কৃতিক পরিবেশনা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১০, ১৭ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৪:১৮, ১৭ সেপ্টেম্বর ২০২৪
নয়া পল্টনে চলছে জাসাসের সাংস্কৃতিক পরিবেশনা

বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর আড়াইটায় শুরু হবে বিএনপির গণসমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সাড়ে ১১টা থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীদের সংস্কৃতিক পরিবেশনা করতে দেখা গেছে। জাসাসের আহ্বায়ক হেলাল খান এতে নেতৃত্ব দিচ্ছেন।

আজকের সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্যগণসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন। সমাবেশ যৌথভাবে সঞ্চালনা করবেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সদস্য সচিব আমিনুল হক ও তানভীর আহমেদ রবিন।

গণসমাবেশ উপলক্ষে ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়া পল্টনে আসছেন।

গত রোববার (১৫ সেপ্টেম্বর) নয়া পল্টনে এ সমাবেশ হওয়ার কথা ছিল। তবে, বৈরী আবহাওয়ার কারণে তারিখ পিছিয়ে ১৭ সেপ্টেম্বর নির্ধারণ করেছে বিএনপি।

এমএ/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়