ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বেশি দামে বিক্রি, ৭ ব্যবসায়ীকে জরিমানা 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ১০ অক্টোবর ২০২৪   আপডেট: ১৮:৪৩, ১০ অক্টোবর ২০২৪
বেশি দামে বিক্রি, ৭ ব্যবসায়ীকে জরিমানা 

বেশি দামে বিক্রির অভিযোগে ৭ জন ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর নিউমার্কেট এলাকার কাঁচাবাজারে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে  এ অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, বেশি দামে বিক্রি করায় নিউমার্কেট কাঁচাবাজারের সাত ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। অতি মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে ঢাকা জেলার গঠিত টাস্কফোর্সের বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন:

অভিযান সূত্রে জানা গেছে, ডিম ব্যবসায়ী ইয়াসিন তার মূল্য তালিকায় ডিমের ডজন ১৫০ টাকা লিখলেও এক ক্রেতার কাছে ১৭০ টাকা বিক্রি করেন। যা ভ্রাম্যমাণ আদালতের কাছে ধরা পড়ে। পরে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নেওয়া হয়। এছাড়া বিসমিল্লাহ স্টোরের আলী হোসেনকে দুই হাজার টাকা, ইয়াসিন অ্যান্ড পোল্ট্রি হাউজের  জাহিদুল ইসলামকে দুই হাজার টাকা, কাওসার অ্যান্ড পোল্ট্রি হাউজের কাওসারকে দুই হাজার টাকা, নিউ পল্টন চিকেন হাউজের জালাল মিয়াকে দুই হাজার টাকা, আরমান চিকেন হাউজের আব্দুল জব্বারকে দুই হাজার টাকা এবং কিরন এন্টারপ্রাইজের কিরন মিয়াকে ১০০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া সব ডিম ও ব্রয়লার মুরগি ব্যবসায়ীদের কেনাবেচার রশিদ রাখা ও সরবরাহ করার জন্য বলা হয়। 

/মামুন/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়