ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

ময়মনসিংহে অগ্নিকাণ্ডে আরো একজনের মৃত্যু, তদন্তে কমিটি গঠন

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১১, ৪ নভেম্বর ২০২৪   আপডেট: ২১:১২, ৪ নভেম্বর ২০২৪
ময়মনসিংহে অগ্নিকাণ্ডে আরো একজনের মৃত্যু, তদন্তে কমিটি গঠন

আগুনে পুড়ে যাওয়া ফিলিং স্টেশন

ময়মনসিংহের একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ নিয়ে ওই ঘটনায় মৃত্যের সংখ্যা বেড়ে দুই জনে দাঁড়িয়েছে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক মো. শফিক উদ্দিন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ মেডিক্যালে মারা যাওয়া ব্যক্তির নাম আব্দুল কুদ্দুস। তিনি রহমতপুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে। প্রাইভেটকার থেকে উদ্ধার হওয়া মরদেহটি হিমেল নামের এক ব্যক্তির। তিনি ময়মনসিংহ সদর উপজেলার কিছমত গ্রামের বাসিন্দা। 

আরো পড়ুন:

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলম জানান, আগামী ৩ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত ১, দগ্ধ ৬ 

এর আগে আজ বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংগ নগরীর রহমনপুর বাইপাস সড়ক এলাকায় আজাহার ফিলিং স্টেশনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক মো. শফিক উদ্দিন বলেন, ‘অগ্নিদগ্ধ হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি সাত জনের মধ্যে পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বাকি দুই জন এই হাসপাতালে চিকিৎসাধীন।

ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মোফাজ্জল হোসেন বলেন, আজ বিকেল পৌনে ৩টার দিকে আজাহার ফিলিং স্টেশনে ঢাকা থেকে আনা একটি এলপিজি গ্যাসের  ট্যাংক লরি থেকে গ্যাস নামানো হচ্ছিল। একটু দূরেই একটি প্রাইভেটকারে গ্যাস দেওয়া হচ্ছিল। এ সময় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে সাতটি গাড়ি  ভস্মীভূত হয়। এর মধ্যে একটি প্রাইভেকটার ও তিনটি সিএনজি চালিত অটোরিকশাসহ অন্যান্য গাড়ি রয়েছে। পরে পুড়ে যাওয়া প্রাইভেটকার থেকে হিমেল নামের ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। 

ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলম বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লুৎফুন্নাহার নাহারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন হাতে পেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

তিনি আরো বলেন, ‘কীভাবে অগ্নিকাণ্ডের সূচনা এবং এ ঘটনায় প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা ওই প্রতিবেদনে জানা যাবে।’  

মিলন/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়