ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৫, ৪ নভেম্বর ২০২৪  
সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী

সিলেট মহানগর বিএনপি সম্মেলনের প্রায় দেড় বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে। পূর্ণাঙ্গ কমিটি থেকে সম্মেলনে গোপন ভোটে নির্বাচিত সভাপতি নাসিম হোসাইনকে বাদ দেওয়া হয়েছে। এতে ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। সাধারণ সম্পাদকের পদে বহাল রয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী। 

সোমবার (৪ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটির তথ্য জানানো হয়। ১৭০ সদস্যের কমিটিতে ডা. নাজমুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি, ও নজিবুর রহমান ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন। কমিটিতে ২০ জন সহ-সভাপতি, ১৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক, চার জন সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে।

কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে রাখা হয়েছে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির ও ড. এনামুল হক চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ সম্পাদক আবদুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য শাহরিয়ার হোসেন চৌধুরীকে। 

আরো পড়ুন:

নুর/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়