ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

ববি সংলগ্ন মহাসড়কে ঝরল শিক্ষকের প্রাণ

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১২, ৪ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:৫৪, ৪ নভেম্বর ২০২৪
ববি সংলগ্ন মহাসড়কে ঝরল শিক্ষকের প্রাণ

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইউনুস বিশ্বাস নামে এক শিক্ষক নিহত হয়েছেন।

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে  দুর্ঘটনাটি হয়। নলছিটি থানার ওসি মো. আব্দুস ছালাম মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

মারা যাওয়া ইউনুস বিশ্বাস পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। 

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনুস বিশ্বাস মোটরসাইকেলে করে বরিশাল থেকে বাউফলের দিকে যাচ্ছিলেন। বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে বিপরীত দিক থেকে আসা অন্তরা পরিবহন নামে একটি বাস ইউনুস বিশ্বাসকে বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে পড়ে ইউনুস বিশ্বাস গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসটি কিছু দূরে রেখে চালক পালিয়ে যান।

প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ ট্রাভেলসের একটি বাসের চাঁপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা ফওজিয়া মিম নিহত হন। গত ২ নভেম্বর একইস্থানে আরেকটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত কিশোর গত ৩ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত এক সপ্তাহের ব্যবধানে এ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে তিন জন প্রাণ হারিয়েছেন। 

পলাশ/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়