ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

রাজশাহীতে এন্ড্রু কিশোরের জন্মদিন উদযাপন

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ৪ নভেম্বর ২০২৪  
রাজশাহীতে এন্ড্রু কিশোরের জন্মদিন উদযাপন

রাজশাহীতে দেশবরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের ৬৯তম জন্মদিন উদযাপন করা হয়েছে। ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদ এ উপলক্ষে সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় নগরের একটি রেস্তোরাঁয় কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

ওস্তাদের নামে এ সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন এন্ড্রু কিশোরই। তিনি ছিলেন এর প্রতিষ্ঠাতা সভাপতি।

অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে এন্ড্রু কিশোরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর জন্মদিনের কেক কাটা হয়। পরে এন্ড্রু কিশোরের জীবনী নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের অতিথিরা। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এন্ড্রু কিশোরের সহধর্মিনী লিপিকা এন্ড্রু ও বোন শিখা বিশ্বাস। সভাপতিত্ব করেন ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদের সহ-সভাপতি কাজী সুলতান মাহমুদ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খোকন।

কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর ১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০২০ সালের ৬ জুলাই রাজশাহীতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খ্রিস্টান ধর্মাবলম্বী এন্ডু কিশোরকে রাজশাহীতে সমাধিস্থ করা হয়।
 

কেয়া/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়