ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

রাজধানীতে গভীর রাতে হঠাৎ লরিতে আগুন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৪, ১৩ নভেম্বর ২০২৪   আপডেট: ০৯:৪৫, ১৩ নভেম্বর ২০২৪
রাজধানীতে গভীর রাতে হঠাৎ লরিতে আগুন

প্রতীকী ছবি

রাজধানীর মধ্যবাড্ডা এলাকায় যান্ত্রিক ত্রুটিতে একটি মালবাহী লরিতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে লরির পেছনের দিকের চাকায় আগুন লাগতে দেখা যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় মধ্যবাড্ডা থেকে বিমানবন্দরমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে চাকা ব্লাস্ট হওয়ার আওয়াজ শোনা যায়। এর একটু পর লরির চাকায় আগুন লেগে যায়। পেছনে গাড়ির জ্বালানি ছিল। এ কারণেই আগুন লেগে যায়।

আরো পড়ুন:

আগুন লাগার প্রায় ১৫ মিনিটের মাথায় সাধারণ মানুষ পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এর কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

/ঢাকা/মাকসুদ/সাইফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়