ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

মহাখালীতে শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ১৮ নভেম্বর ২০২৪   আপডেট: ১৪:৪৩, ১৮ নভেম্বর ২০২৪
মহাখালীতে শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। 

সোমবার (১৮ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে দেড় থেকে দুই হাজার শিক্ষার্থী তিতুমীর কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করেন। মিছিলটি আমতলী মোড় হয়ে বেলা সাড়ে ১১টার দিকে মহাখালী রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়। 

বাংলাদেশ রেলওয়ে কন্ট্রোল রুম থেকে জানানো হয়, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে মহাখালী এলাকায় দুটি আন্তঃনগর ট্রেন আটকে আছে। এর মধ্যে জামালপুরে তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস রয়েছে। বিক্ষোভের কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। 

স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, কমলাপুরের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ আছে।

শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে বনানী, তেজগাঁও, মহাখালীর আমতলী থেকে জাহাঙ্গীরগেইট এবং মহাখালী থেকে গুলশান পর্যন্ত যান চলাচল বন্ধ আছে।

এই আন্দোলনের সমন্বয়ক মো. জাহাঙ্গীর সানি বলেন, ‘‘তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য কমিশন গঠন করতে আমরা বার বার বলে আসছি। কিন্তু প্রশাসনের কাছ থেকে সাড়া না পেয়ে আন্দোলনে নেমেছি। আজ বিকেল ৪টা পর্যন্ত আন্দোলন চলবে। এর মধ্যে যৌক্তিক দাবি মেনে নিলে আমরা রাজপথ ছেড়ে দেব।’’

এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে শিক্ষা মন্ত্রণালয়। কলেজগুলো হচ্ছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। 

ঢাকা/মাকসুদ/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়