ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ২০ নভেম্বর ২০২৪   আপডেট: ১৬:৫৫, ২০ নভেম্বর ২০২৪
ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ছবি: রাইজিংবিডি

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বুধবার (২০ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের পর রাজধানীর সায়েন্সল্যাব মোড় এলাকায় দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৪টা) এখনো দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

আরো পড়ুন:

জানা গেছে, সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্ররা একটি বাস ভাঙচুর করে। এর পরই সিটি কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

ঢাকা কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, সায়েন্সল্যাব মোড়ে সিটি কলেজ শিক্ষার্থীরা তাদের কলেজের বাসে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। অন্যদিকে সিটি কলেজের শিক্ষার্থীরা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ঢাকা কলেজ শিক্ষার্থীরা তাদের কলেজে ঢুকে অতর্কিত হামলা চালিয়েছেন।

সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

তবে কী নিয়ে এই সংঘর্ষ-সেই বিষয়ে ঢাকা কলেজ ও সিটি কলেজ কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসিনউদ্দিন রাইজিংবিডিকে বলেন, ‌পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা চেষ্টা করে যাচ্ছি। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা/রায়হান/মাকসুদ/সাইফ/এনএইচ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়