ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৯ ১৪৩১

ইউক্রেনে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ২০ নভেম্বর ২০২৪   আপডেট: ১৭:৪২, ২০ নভেম্বর ২০২৪
ইউক্রেনে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

সম্ভাব্য রুশ হামলার আশঙ্কায় ইউক্রেনে মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর কনস্যুলার অ্যাফেয়ার্স এক্স-এ একটি পোস্টে এ তথ্য জানিয়েছে।

পোস্টে মার্কিন নাগরিকদের বিমান সতর্কতা ঘোষণা করা হলে অবিলম্বে আশ্রয়ের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পর ইউক্রেনে ইতালির দূতাবাস সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর কিছুক্ষণ পরেই স্পেন ও ইতালির দূতাবাস সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানতে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেন। প্রেসিডেন্ট জো বাইডেন চলতি সপ্তাহে ইউক্রেনকে এই ধরনের হামলার জন্য মাঝারি পাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমোদন দিয়েছেন। এ ঘটনার পর মস্কো হুঁশিয়ারি দিয়ে বলেছে, এ ধরনের হামলা ওয়াশিংটনকে যুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী হিসেবে উপস্থাপন করবে এবং মস্কো তাৎক্ষণিক প্রতিশোধ গ্রহণ করবে।

মঙ্গলবার ইউক্রেনের হামলার পর আশঙ্কা করা হচ্ছে, বুধবার কিয়েভের ওপর ভয়াবহ বিমান হামলা চালাতে পারে রাশিয়া। তবে মস্কো এ ব্যাপারে এখনো মুখ খোলেনি।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়