ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

যুবাদের পাশে প্রাইম ব্যাংক

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৮, ২০ নভেম্বর ২০২৪  
যুবাদের পাশে প্রাইম ব্যাংক

দুইটি তিনদিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলতে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেট দল। এই সফরে বাংলাদেশ দলের স্পন্সর হিসেবে থাকছে বেসরকারী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসি। 

বুধবার (২০ নভেম্বর) বিসিবির একাডেমি ভবনের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে বাংলাদেশের জার্সি উন্মোচন করা হয়। এ সময়ে বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, বিসিবির পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা উপস্থিত ছিলেন। প্রাইম ব্যাংক পিএলসি’র পক্ষে উপস্থিত ছিলেন- ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ. চৌধুরী এবং সিনিয়র অ্যাসিন্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স সৈয়দ রায়হান তারিক। 

ক্রিকেটারদের জার্সি তুলে দেয়ার পর নাজমুল আবেদীন ফাহিম বলেন, “প্রাইম ব্যাংক দীর্ঘদিন ধরেই ক্রিকেট বোর্ডের সঙ্গে আছে। আজ পর্যন্ত যে সকল টুর্নামেন্টে প্রাইম ব্যাংকের স্পন্সরশিপে আয়োজিত হয়েছে, সেখান থেকে অনেক খেলোয়াড় মূল জাতীয় দল বা বয়সভিত্তিক জাতীয় দলে খেলেছে। এবারই প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ জাতীয় দলকে প্রাইম ব্যাংক স্পন্সর করেছে। আমি আশা করি, আগামীতেও বাংলাদেশের ক্রিকেটের প্রসারে প্রাইম ব্যাংকের এই সহযোগিতা অব্যাহত থাকবে।”

আরো পড়ুন:

প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ. চৌধুরী বলেন, “আমি গর্ব করে বলতে পারি, ক্রিকেট প্রাইম ব্যাংকের আবেগের জায়গা। এই কারণেই আমরা বিসিবির বয়সভিত্তিক বা ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলোতে সম্পৃক্ত থাকি, যা দেশকে দীর্ঘ মেয়াদে পেশাদার ক্রিকেটার গড়ে তুলতে সহযোগিতা করবে। এই চেষ্টার মাধ্যমে যদি মাঠ পর্যায় থেকে একজন দক্ষ ক্রিকেটার জাতীয় দলে খেলতে পারেন তাহলে সেটাই হবে দেশ ও জাতির জন্য আমাদের পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার।”

যুবাদের সফর শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। ২৪ নভেম্বর প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের দুই ম‌্যাচ ২৬ এবং ২৮ নভেম্বর। ২ ডিসেম্বর প্রথম তিনদিনের ম‌্যাচ শুরু হবে। পরের ম‌্যাচ ৭ ডিসেম্বর। ৯ ডিসেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

ঢাকা/ইয়াসিন/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়