ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

টিয়ারশেলে পিছু হটলেন শিক্ষার্থীরা, সায়েন্সল্যাবে যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৪, ২০ নভেম্বর ২০২৪   আপডেট: ২০:৫০, ২০ নভেম্বর ২০২৪
টিয়ারশেলে পিছু হটলেন শিক্ষার্থীরা, সায়েন্সল্যাবে যান চলাচল স্বাভাবিক

শিক্ষার্থীরা সায়েন্সল্যাব এলাকা থেকে চলে গেছে। যানচলাচল স্বাভাবিক। ছবি: রাইজিংবিডি

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ন্ত্রণে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ছুড়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে দুইপক্ষ নিজেদের অবস্থান থেকে পিছু হটে। পরে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে থাকে।

বুধবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে প্রথমে ঢাকা কলেজের শিক্ষার্থীদের দিকে টিয়ারশেল ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর সিটি কলেজের শিক্ষার্থীরা সুযোগ বুঝে ঢাকা কলেজ শিক্ষার্থীদের ধাওয়া দেয়। পরে সিটি কলেজ শিক্ষার্থীদের দিকেও টিয়ারশেল ছুড়ে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের সামনে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছিল। এই সময় দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয় এবং ইটপাটকেলও ছোঁড়া হয়।

পুলিশ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার (১৯ নভেম্বর) সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের কয়েকজন ছাত্রের একটি বাসে ওঠাকে কেন্দ্র করে তাদের সঙ্গে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থীর হাতাহাতি হয়। এর জের ধরে বুধবার সকাল ১১টার দিকে সিটি কলেজের একদল শিক্ষার্থী ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুর করেন। পরে ঢাকা কলেজের ছাত্ররাও জোটবদ্ধ হয়ে সিটি কলেজে গিয়ে ভাঙচুর করেন।

ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাহসিন আহমেদ রাইজিংবিডি বলেন, ‘‘সিটি কলেজের শিক্ষার্থীরা আমাদের দুটি বাস ভাঙচুর করে। সেই ঘটনাকে কেন্দ্র করে আজ সংঘর্ষ হয়।’’

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির পরিদর্শক ওমর ফারুক গণমাধ্যমেকে জানিয়েছেন, ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসিনউদ্দিন রাইজিংবিডিকে বলেন,‌ ‘‘সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। শিক্ষার্থীরা সায়েন্সল্যাব এলাকা থেকে চলে গেছে। এখন যানচলাচল স্বাভাবিক।’’

ঢাকা/রায়হান/সাইফ


সর্বশেষ

পাঠকপ্রিয়