ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৯ ১৪৩১

প্লাস্টিক দূষণ বন্ধে গঠিত জোট-ই ১ হাজার গুণ বেশি প্লাস্টিক উৎপাদন করছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫২, ২০ নভেম্বর ২০২৪   আপডেট: ২১:৫২, ২০ নভেম্বর ২০২৪
প্লাস্টিক দূষণ বন্ধে গঠিত জোট-ই ১ হাজার গুণ বেশি প্লাস্টিক উৎপাদন করছে

তেল এবং রাসায়নিক সংস্থাগুলোর মধ্যে যারা প্লাস্টিক দূষণ বন্ধ করার জন্য জোট তৈরি করেছে তারা-ই  পাঁচ বছরে এক হাজার গুণ বেশি নতুন প্লাস্টিক তৈরি করেছে। পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস গোপন নথির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় প্লাস্টিকের উৎপাদক ExxonMobil, Dow, Shell, TotalEnergies এবং ChevronPhillips ২০১৯ সালে দ্য অ্যালায়েন্স টু এন্ড প্লাস্টিক ওয়েস্টেজ নামের একটি জোট  গঠন করেছিল। ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহ ব্যবস্থা এবং পুনর্ব্যবহার ব্যবস্থাকে উন্নত করতে এবং একটি বৃত্তাকার অর্থনীতি তৈরি করতে তারা ২০২৩ সালের শেষ নাগাদ পাঁচ বছরে পরিবেশ থেকে এক কোটি ৫০ লাখ টন প্লাস্টিক বর্জ্য সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। 

গোপন নথির বরাত দিয়ে গ্রিনপ্রিস জানিয়েছে, দ্য অ্যালায়েন্স টু এন্ড প্লাস্টিক ওয়েস্টেজ (এইপিডব্লিউ) গঠনের গোপন লক্ষ্য ছিল প্লাস্টিকের ওপর নিষেধাজ্ঞার যে আলাপ আলোচনা চলছিল তার থেকে নজর অন্য দিকে সরিয়ে নেওয়া। গত বছরের গোড়ার দিকে দেড় কোটি টন প্লাস্টিক বর্জ্য পরিষ্কার করার জোটের লক্ষ্যমাত্রা ‘শুধুমাত্র অতি উচ্চাভিলাষী’ আখ্যা দিয়ে নীরবে বাতিল করা হয়েছিল।

প্রাপ্ত তথ্যে দেখা গেছে, পাঁচটি কোম্পানি পাঁচ বছরে ১৩ কোটি ২০ লাখ টন দুই ধরনের প্লাস্টিক উৎপাদন করেছে- পলিথিন (পিই) এবং পিপি (পলিপ্রোপিলিন)। এসময়ের মধ্যে তারা মাত্র এক লাখ ১৮ হাজার ৫০০ টন বর্জ্য অপসারণ করেছে। অর্থাৎ, যে পরিমাণ বর্জ্য তারা অপসারণ করেছে তারচেয়ে এক হাজার গুণ বেশি তারা উৎপাদন করেছে। 

গ্রিনপিস ইউকে-এর  সহ-নির্বাহী পরিচালক উইল ম্যাককালাম জানান, তথ্যগুলো দেখাচ্ছে, তেল কোম্পানিগুলো ক্রমবর্ধমানভাবে পর্বত প্রমাণ প্লাস্টিক বর্জ্যের তথ্য লুকিয়ে রাখতে সবুজায়নকে পর্দা হিসেবে ব্যবহার করছে।

তিনি বলেন, ‘তারা যে পুনর্ব্যবহারযোগ্য প্রকল্পের কথা প্রচার করছে তারচেয়ে বেশি হারে প্লাস্টিক পণ্য উৎপাদন করছে। তারা কল ছেড়ে দিয়ে ঘর প্লাবিত করে চা-চামচ দিয়ে পানি অপসারণের চেষ্টা করছে। একমাত্র সমাধান হল প্রথমে উৎপাদিত প্লাস্টিকের পরিমাণ কমানো।’
 

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়