ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

আবারও গাজার যুদ্ধবিরতি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ২০ নভেম্বর ২০২৪   আপডেট: ০০:১৪, ২১ নভেম্বর ২০২৪
আবারও গাজার যুদ্ধবিরতি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আবারও গাজার যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দিলো যুক্তরাষ্ট্র। বুধবার নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪টি দেশই যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে। স্রেফ যুক্তরাষ্ট্র তার ভেটো ক্ষমতা প্রয়োগ করেছে।

জাতিসংঘে মার্কিন উপ-রাষ্ট্রদূত রবার্ট উড নিরাপত্তা পরিষদে প্রস্তাবের নিন্দা জানিয়ে বলেছেন,  তার দেশ সর্বশেষ গাজা যুদ্ধবিরতি ভোটের পরে কাউন্সিলের অবস্থানের জন্য ‘অত্যন্ত দুখিঃত।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এই ফলাফল এড়াতে কয়েক সপ্তাহ ধরে সরল বিশ্বাসে কাজ করেছে। আমরা আলোচনার সময় স্পষ্ট করেছিলাম যে আমরা একটি নিঃশর্ত যুদ্ধবিরতি সমর্থন করতে পারি না।... জিম্মিদের মুক্তি দিয়ে যুদ্ধের একটি টেকসই সমাপ্তি আসতে হবে।’

গত বছরের ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। গাজায় এখন পর্যন্ত ইসরায়েলে হামলায় ৪৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় যুদ্ধবিরতির জন্য বারবার প্রস্তাব আনা হলেও প্রতিবারই ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র তাতে ভেটো দিয়েছে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়