গ্যাসের অপর্যাপ্ততায় এমারেল্ড অয়েলের উৎপাদন বন্ধ
পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল লিমিটেডের কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। অপর্যাপ্ত গ্যাস সরবরাহের কারণে কোম্পানিটির উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, উৎপাদন কার্যক্রম সম্পর্কে সংবাদপত্রে প্রকাশিত সংবাদ সম্পর্কে সিএসই গত ২০ নভেম্বর কোম্পানির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছে। ওই ডিএসইর চিঠির জবাবে কোম্পানিটি জানিয়েছে, কারখানায় অপর্যাপ্ত গ্যাস সরবরাহের কারণে বর্তমানে কার্যক্রম বন্ধ রয়েছে।
তবে কোম্পানির উৎপাদন কার্যক্রম পুরোদমে চালিয়ে যেতে ১২ মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন ১৭.৫০ উচ্চ-চাপের হুস্ক বয়লার আমদানি করেছে। শিগগিরই কারখানায় হাস্ক বয়লার স্থাপনের কাজ শেষ করে উৎপাদনে ফিরে আসবে কোম্পানিটি।
উৎপাদন বন্ধ থাকলেও কোনো কর্মী ছাঁটাই করা হয়নি বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
ঢাকা/এনটি/ইভা