ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

বিশ্বের সাড়া জাগানো যত বিবাহবিচ্ছেদ

স্বরলিপি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০০, ২১ নভেম্বর ২০২৪   আপডেট: ২০:০১, ২১ নভেম্বর ২০২৪
বিশ্বের সাড়া জাগানো যত বিবাহবিচ্ছেদ

বিশ্ববিদিত ভারতীয় সুরকার ও সংগীতজ্ঞ এ আর রহমানের সংসার ভাঙার খবর সাড়া ফেলেছে, কৌতূহলী মানুষ জানতে চাইছেন আসলেই কী হচ্ছে তাদের জীবনে! তবে নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও পুরস্কৃত অনেক জনপ্রিয় দম্পতির বিচ্ছেদ হওয়ার গল্পও রয়েছে, যা ঘুরে-ফিরে আলোচনায় আসে।

রাজনীতি, অর্থনীতি, ক্রিড়াঙ্গন ও বিনোদন জগতের অনেক দম্পতি বিশ্বব্যাপী পরিচিত, আলোচিত ও সমালোচিত থাকার পরে যখন হঠাৎ বিয়ে বিচ্ছেদের ঘোষণা দেন, তখন তাদের অনুরাগীরা চমকে যান। সেসব ঘটনার কয়েকটির কথা বলা যাক-

জাস্টিন ট্রুডো-সোফি: বিশ্বে সাড়া জাগানো বিয়ে বিচ্ছেদের মধ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মার্গারেট সোফির বিচ্ছেদের রেশ এখনও কাটেনি। ২০০৫ সালের মের শেষ দিকে বিয়ের বন্ধনে আবদ্ধ হন জাস্টিন ট্রুডো ও সোফি। ১৮ বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টানেন ২০২৩ সালের আগস্টে। তাদের বিবাহ বিচ্ছেদ কেন হয়েছে, তার মূল কারণ এখনও জানা যায় না। তবে ট্রুডোর কার্যালয়ের বিবৃতি থেকে জানা যায়, তারা পরিবারের মতো হয়েই থাকবেন।

বিল গেটস-মেলিন্ডা: দাম্পত্য জীবনের ২৭ বছর একসঙ্গে কাটিয়ে বিচ্ছেদের ঘোষণা দেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা, ধনকুবের ও মানবকল্যাণমূলক কাজের জন্য বিখ্যাত বিল গেটস এবং তার স্ত্রী মেলিন্ডা গেটস। যা বেশিরভাগ মানুষকে অবাক করে দিয়েছিল।

এক বিবৃতিতে বিল ও মেলিন্ডা বলেছিলেন, বিচ্ছেদের পরও তারা এক সঙ্গে সংস্থার কাজ এগিয়ে নেবেন। পেশাগত সম্পর্ক আগের মতোই বজায় থাকবে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষকে সহায়তা দেবেন। 

বেজোস-স্কট: ২৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে বিশ্বকে অবাক করে দিয়েছিলেন মার্কিন ঔপন্যাসিক ম্যাকেঞ্জি স্কট ও টেক-জায়ান্ট আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।

গণমাধ্যমে সে সময়ে বলা হয়েছিল, ম্যাকেঞ্জি স্কটকে ৩৬ বিলিয়ন বা ৩ হাজার ৬০০ কোটি ডলার ক্ষতিপূরণ দিয়েছিলেন বেজোস। আর এই অর্থ পাওয়ার পর বিশ্বের অন্যতম ধনী নারীর তালিকায় স্থান পান ম্যাকেঞ্জি।

তবে ২০২০ সালের জুনে তিনি নিজের সম্পদ থেকে ১ দশমিক ৭ বিলিয়ন ডলার দাতব্য সংস্থাকে দান করে দেন। বিচ্ছেদ থেকে পাওয়া অর্থ তিনি বিভিন্ন জনকল্যাণমূলক কাজেও ব্যয় করেন।

শোয়েব মালিক-সানিয়া মির্জা: পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বিচ্ছেদ ক্রিড়াপ্রেমীদের অবাক করে দিয়েছিল। শোয়েব-সানিয়ার বিয়েকে ভারত-পাকিস্তানের মেলবন্ধনের প্রতীকী রূপ হিসেবেও অনেকে দেখতেন। শোয়েবের তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে এলে জানা যায়, শোয়েবের কাছ থেকে তালাক নিয়েছেন সানিয়া।

অ্যাম্বার হার্ড ও জনি ডেপ: হলিউড অভিনেতা অ্যাম্বার হার্ড ও জনি ডেপের বিয়ে তাদের অনুরাগীদের রোমাঞ্চিত করলেও এই বিয়ে টিকেছিল মাত্র ১৫ মাস। পারিবারিক নির্যাতনের অভিযোগ এনে ২০১৬ সালে জনি ডেপের কাছে বিচ্ছেদ চেয়ে আবেদন করেন অ্যাম্বার হার্ড। বিচ্ছেদ নিষ্পত্তির পর তিনি অভিনেতার কাছ থেকে পেয়েছিলেন ৭০ লাখ ডলার। পুরো অর্থই দান করে দিয়েছেন অ্যাম্বার হার্ড। 

শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম- হায়া বিনতে আল হুসেইন: দুবাইয়ের কোটিপতি শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম ও তার সর্বকনিষ্ঠ স্ত্রী প্রিন্সেস হায়া বিনতে আল-হুসেইনের বিবাহ বিচ্ছেদ এক আলোচিত ঘটনা। এতে প্রিন্সেস হায়া সব মিলিয়ে ৫০ কোটি পাউন্ডের সমপরিমাণ অর্থ ক্ষতিপূরণ পান। জর্ডানের সাবেক রাজা হুসেইনের কন্যা ৪৭ বছর বয়স্ক হায়াকে এককালীন ২৫ কোটি ১৫ লক্ষ পাউন্ড দেওয়ার রায় দেয় হাইকোর্ট।

সম্প্রতি ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন ভারতের অস্কারজয়ী সুরকার এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু। এই ঘোষণার কয়েক ঘণ্টা পরই বিচ্ছেদের ঘোষণা দেন এর আর রহমানের দলের বেজ গিটারিস্ট মোহিনী দে। একই দিনে দুইটি সংসার ভাঙার খবরে বিস্মিত নেটিজেনরা।

ঢাকা/লিপি/রাসেল


সর্বশেষ

পাঠকপ্রিয়