তিন বন্ধুর ‘শাদি মোবারক’
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
‘শাদি মোবারক’ নাটকের দৃশ্য
দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, শামীম জামান ও আ খ ম হাসান। একসঙ্গে অসংখ্য নাটকে অভিনয় করেছেন তারা। বাস্তবজীবনেও তারা ঘনিষ্ঠ বন্ধু।
এদিকে, শামীম জামান অভিনয়ের পাশাপাশি নিয়মিত নাটক নির্মাণ করেন। তার পরিচালিত বেশিরভাগ নাটকেই অভিনেতা হিসেবে পাওয়া যায় অন্য দুই বন্ধুকে। সেই সূত্রে এবারো তার ব্যতিক্রম হচ্ছে না। ‘শাদি মোবারক’ শিরোনামে নতুন ধারাবাহিকে দেখা যাবে তাদের।
আহাম্মেদ শাহাবুদ্দিন রচিত এ নাটক পরিচালনা করছেন শামীম জামান। পূবাইলে শুরু হওয়া নাটকটির শুটিংয়ে তিন বন্ধুই অংশ নিয়েছেন।
নাকটির গল্পে দেখা যাবে, পাঁচ ভাই-বোনের সংসারে শামীম জামান সবার বড়। মেজো ভাই মোশাররফ করিম আর সেজো আ খ ম হাসান। বড় ভাইয়ের চেহারা একটু কালো হওয়ায় বিয়ে হচ্ছে না। বড় ভাইয়ের কারণে ছোট দুই ভাইও বিয়ে করতে পারছে না। কারণ, বাবা শফিক খান দিলু বলে দিয়েছেন, বড় ভাই বিয়ে না করলে ছোট ভাইদের বিয়ে করাবেন না। এ নিয়েই সংসারে ঘটতে থাকে নানা ঘটনা।
শামীম জামান বলেন, “ধারাবাহিকটির মাধ্যমে আমরা তিন বন্ধু ফের কাজ শুরু করলাম। সাধারণ মানুষের জন্য সাধারণ গল্প নিয়েই নাটকটির গল্প এগোবে। আমার বিশ্বাস, দর্শকরা ধারাবাহিকটি দেখে বিনোদিত হবেন।”
তা ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— জুঁই, সমাপ্তি মাসুক, মিম চৌধুরী, লাবণ্য লিজা, রিজমিন সেতু, জয়রাজ প্রমুখ। খুব শিগগির মাছরাঙা টিভিতে ধারাবাহিকটি প্রচার শুরু হবে।
ঢাকা/রাহাত/শান্ত