ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ

বেসরকারি কলেজে সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, স্কুলে স্নাতক পাশ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১১:২৪, ২ ডিসেম্বর ২০২৪
বেসরকারি কলেজে সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, স্কুলে স্নাতক পাশ

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরপরই দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি ভেঙে দেয় শিক্ষা মন্ত্রণালয়। কমিটিবিহীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে।

সেই সমস্যা সমাধানে গত ১৮ নভেম্বর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে শিক্ষা বোর্ডগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়।

অ্যাডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে সরকার। বেসরকারি কলেজে অ্যাডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর এবং স্কুলের ক্ষেত্রে স্নাতক পাস হতে হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

সেই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রণিধানমালা, ২০২৪–এর প্রবিধি ৬৪ (৩)–এর আওতায় অ্যাডহক কমিটি গঠনপূর্বক অ্যাডহক কমিটি কর্তৃক আগামী ৬ মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডসমূহকে অনুরোধ করা হলো।

এদিকে, রবিবার (১ ডিসেম্বর) আরেক প্রজ্ঞাপনে বলা হয়, গত ২৪ নভেম্বর তারিখে জারিকৃত প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করা হল। একইসঙ্গে গত ১৮ নভেম্বর তারিখে জারিকৃত প্রজ্ঞাপন (প্রতিস্থাপনকৃত) যথারীতি কার্যকর থাকবে।

অ্যাডহক কমিটির চার সদস্য বিশিষ্ট হতে হবে—

(ক). সভাপতি–মহানগরীর ক্ষেত্রে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনাক্রমে, শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী;

(খ). শিক্ষক প্রতিনিধি—জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্য থেকে একজন শিক্ষক;

(গ). অভিভাবক প্রতিনিধি—জেলা সদরের ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক এবং উপজেলার ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত একজন অভিভাবক;

(ঘ). সদস্যসচিব—শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান (পদাধিকার বলে)।

ঢাকা/এনএইচ/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়