ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

‘পিনিক’ নিয়ে এফডিসিতে বুবলী-আদর

প্রকাশিত: ১৭:৪৪, ২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৭:৫০, ২ ডিসেম্বর ২০২৪
‘পিনিক’ নিয়ে এফডিসিতে বুবলী-আদর

আদর আজাদ ও বুবলী

‘পিনিক’ সিনেমায় অভিনয় করছেন শবনম বুবলী। এরই মধ্যে সিনেমাটির অধিকাংশ শুটিং শেষ হয়েছে। গত ৩ দিন ধরে বিএফডিসিতে সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছে। আজ দ্বিতীয় লটের শুটিং শেষ হবে বলে রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন সিনেমাটির নায়ক আদর আজাদ।

জাহিদ জুয়েল পরিচালিত এই সিনেমায় বুবলীর বিপরীতে রয়েছেন আদর আজাদ। এর আগে সিনেমাটির পোস্টার প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণা দেয় প্রযোজনা সংস্থা। সব ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।

কক্সবাজারের বিভিন্ন লোকেশনে ‘পিনিক’ সিনেমার শুটিং হয়েছে। এফডিসি অংশের শুটিং শেষ করে ঢাকার বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণের কাজ হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

আরো পড়ুন:

এদিকে, বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমার শুটিংও শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। সিনেমাটি আগামী ঈদুল ফিতরে সারা দেশে মুক্তি পাবে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়