আড়াই লাখ দক্ষ কর্মী তৈরি করতে নতুন প্রকল্প
এই প্রকল্পের কার্যক্রম শুরুর ঘোষণা দেন অর্থ উপদেষ্টা
দেশে দক্ষ জনশক্তি সৃষ্টিতে নতুন প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন খাতের জন্য দক্ষ জনশক্তি তৈরি করতে ‘স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) নামে নতুন একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আড়াই লাখের বেশি দক্ষ জনশক্তি তৈরি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
বুধবার (৪ নভেম্বর) রাতে ঢাকায় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এসআইসিআইপি’র কার্যক্রম শুরুর ঘোষণা দেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
অর্থ সচিব ও এসআইসিআইপি’র পরিচালক ড. মো. খায়রুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বাংলাদেশ আবাসিক মিশনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং প্রমুখ।
অনুষ্ঠানে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ও এসআইসিআইপি -এর নির্বাহী প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ ওয়ালিদ হোসেন স্বাগত বক্তব্য রাখেন। এ সময় তিনি পাওয়ার পয়েন্টে প্রকল্পের -এর অধীনে প্রধান বৈশিষ্ট্য ও লক্ষ্যগুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে জানানো হয়, এই প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন খাতের ২ লাখ ৬৬ হাজার ৬৭৫ জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই প্রোগ্রামের ব্যয় ধরা হয়েছে ৩৭৫ মিলিয়ন ইউএস ডলার। এর মধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ঋণ সহায়তা হিসেবে দেবে ৩০০ মিলিয়ন ডলার। বাকি ৭৫ মিলিয়ন ডলার সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে।
তিনটি স্কিমে এই অর্থ ব্যয় হবে। এর মধ্যে প্রথম স্কিমে ১৫৮ মিলিয়ন ডলার, দ্বিতীয় স্কিমে ১৬২ মিলিয়ন ডলার এবং তৃতীয় স্কিমে ৫৫ মিলিয়ন ডলার ব্যয় করা হবে। এই প্রোগামের মেয়াদ ধরা হয়েছে ২০২৯ সালের জুন পর্যন্ত।
প্রোগ্রামের আওতায় ১ লাখ ৫৩ হাজার জনকে দক্ষতা ভিত্তিক কাজের জন্য প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে নারী ও পিছিয়ে পড়া গোষ্ঠীর ৫৫ হাজার ৫০০ জনকে বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হবে। মোটর ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হবে ২০ হাজার জনকে।
এছাড়া, শিল্পের উন্নত প্রযুক্তিগত দক্ষতা অর্জনে ৯ হাজার ২৮০ জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি শিল্পের ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হবে ২ হাজার ৮৯৫ জনকে এবং ২৬ হাজার অভিবাসী শ্রমিকদের আন্তর্জাতিক সার্টিফিকেশনসহ দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রকল্পের উদ্বোধন ঘোষণা করে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, ‘‘এসআইসিআইপি’-এর শিরোনামের দুটি শব্দ প্রতিযোগিতা এবং উদ্ভাবন গুরুত্বপূর্ণ। দেশকে এগিয়ে নিতে উদ্ভাবন, দক্ষতা, প্রযুক্তি, শ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’’
অর্থ উপদেষ্টা বলেন, ‘‘আমাদের দেশের বিণিয়োগকারীরা দক্ষ জনশক্তি তৈরিতে বিনিয়োগ করতে আগ্রহী নন। ফলে দক্ষ জনশক্তি সৃষ্টি হচ্ছে না। আমাদের দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে গবেষণা ও উন্নয়নে আরও বেশি বিনিয়োগ করতে হবে।’’
ঢাকা/হাসনাত/ইভা