ঢাকা-আরিচা মহাসড়কে ফের ছিনতাই, আটক ১
জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
আটক রিকশা চালক মো. নয়ন ব্যাপারী
কয়েকদিনের ব্যাবধানে ফের জোড়া ছিনতাইয়ের ঘটনা ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন গেটের বিপরীত পাশে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা অটোরিকশা যোগে সাভারের উদ্দেশ্য যাচ্ছিলেন। জোড়া ছিনতাইয়ের ঘটনায় প্রথম ভুক্তভোগী দুজন মধ্যবয়সী নারী এবং দ্বিতীয় ঘটনায় ভুক্তভোগী এক দম্পতি।
এদিকে, এ ঘটনায় জড়িত সন্দেহে এক রিকশা চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আটক ব্যক্তির নাম মো. নয়ন ব্যাপারী। তার পিতার নাম হজরত আলী ব্যাপারী ও মাতার নাম কলেমা বেগম। তার গ্রামের বাড়ি বগুড়া জেলায়।
প্রথম ঘটনার ভুক্তভোগীরা জানান, চিকিৎসার জন্য বাচ্চাসহ চারজন একটা অটো রিকশায় বিশমাইল থেকে সাভারের ইবনে সিনা হাসপাতালে যাচ্ছিলেন। রিকশাটি জাবির মীর মশাররফ হোসেন গেটের কাছাকাছি আসলে পাশের ঝোপ থেকে তিনজন ছিনতাইকারী খালি গায়ে চাপাতি হাতে তাদের গতিরোধ করে। এরপর রিকশার ভেতরে গলায় চাপাতি ধরে তাদের কাছে থাকা ১৫ হাজার টাকা ও দুটি মোবাইল নিয়ে যায় ছিনতাইকারীরা।
দ্বিতীয় ঘটনার ভুক্তভোগীরা জানান, আশুলিয়ার রপ্তানি থেকে শপিং করার উদ্দেশ্য তারা সাভার নিউ মার্কেটে যাচ্ছিলেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে অর্থাৎ প্রথম ঘটনার ২০ মিনিট পর তাদের রিকশারও গতিরোধ করে ছিনতাই করা হয়। এ সময় তাদের কাছে থাকা ৭ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে যায় ছিনতাইকারীরা। তবে এ সময় চারজন ছিনতাইকারী ছিল।
পরে ভুক্তভোগীরা আগের রিকশা চালককে দেখে বলেন, ছিনতাইয়ের সময় তিনিও উপস্থিত ছিলেন। এ সন্দেহে তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের গার্ডরুমে রাখেন শিক্ষার্থীরা। সংবাদ পেয়ে রাত ৮টার দিকে পুলিশ এসে ওই রিকশা চালককে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীসহ ওই রিকশা চালককে থানায় নিয়ে আসা হয়েছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে আমরা তার বিরুদ্ধে ব্যাবস্থা নেব।
এর আগে, গত ১৩ অক্টোবর ও ২৬ নভেম্বর একই এলাকায় দুটি ছিনতাই এবং গত ২ ডিসেম্বর ছিনতাই চেষ্টার ঘটনা ঘটে।
ঢাকা/আহসান/মেহেদী