ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

বৃত্তি পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খনিবিদ্যা বিভাগের ৭০ মেধাবী

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৬, ৫ ডিসেম্বর ২০২৪  
বৃত্তি পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খনিবিদ্যা বিভাগের ৭০ মেধাবী

রাবির ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হচ্ছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চার তহবিল থেকে ৭০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ কুদরত-ই-খুদা অ্যাকাডেমিক ভবনের ৪১২ নম্বর কক্ষে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা গেছে, ২০২২ সালের স্নাতক (সম্মান) পার্ট -১, পার্ট-২, পার্ট-৩ ও চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধাক্রমানুসারে ‘অ্যাডভোকেট মান্নান খান-হাসিনা বেগম বৃত্তি তহবিল’, ‘মাসতুবা কবীর-সোহেল কবীর বৃত্তি তহবিল’, ‘ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ শিক্ষার্থী কল্যাণ ও বৃত্তি তহবিল’ এবং ‘ভূতত্ত্ব ও খনিবিদ্যা সমিতি তহবিল’ থেকে এ বৃত্তি প্রদান করা হয়।

এ সময় ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এএইচএম সেলিম রেজা বলেন, “প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে যে সব শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তাদের অনেকেরই অর্থনৈতিক সমস্যা থাকে। মেধাবী ছাত্র-ছাত্রীদের সমস্যা লাঘবের জন্যই আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইউনুস আহমদ খান বলেন, “বৃত্তি প্রদান শুধু এক ধরনের পুরস্কার নয়, বরং এটি একটি সম্মান ও ভবিষ্যতে আরও বড়কিছু অর্জনের পথে চলার অনুপ্রেরণা। যারা আজ বৃত্তি পেয়েছেন, তারা শুধু তাদের নিজস্ব নয়, বরং তাদের পরিবার ও সমাজের গর্ব।”

তিনি বলেন, “আপনারা আজ সাফল্য দেশের ভবিষ্যত প্রজন্মের জন্যও একটি উদাহরণ হয়ে থাকবে। বৃত্তি প্রদান অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুধু শ্রেষ্ঠ মেধাবী ছাত্র-ছাত্রীদের প্রশংসা করি না, বরং তাদেরকে আরও বৃহত্তর লক্ষ্য অর্জনে সহায়তা প্রদান করি। আপনাদের এ সাফল্য শুধু একদিনের ফল নয়, এটি দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম এবং সঠিক মনোভাবের ফল।”

অনুষ্ঠানে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ঢাকা/ফাহিম/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়