ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

৪৭তম বিসিএসের আবেদন শুরু ২৯ ডিসেম্বর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৩, ১২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৯:০৪, ১২ ডিসেম্বর ২০২৪
৪৭তম বিসিএসের আবেদন শুরু ২৯ ডিসেম্বর

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা-২০২৪ এর আবেদন আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০টায় শুরু হবে। অনলাইনে আবেদন করা যাবে ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান এ তথ্য জানিয়েছেন।

গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। এ বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পাবেন ৩ হাজার ৪৮৭ জন।

৪৭তম বিসিএসের আবেদনপত্র পূরণ ও ফি জমা দেওয়ার সময় ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ছিল। আবেদন শুরুর আগের দিন অনিবার্য কারণে তা স্থগিত করে পিএসসি।

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছরের মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে ও সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে।

সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর বয়সী প্রার্থীরা ৪৭তম বিসিএসে আবেদন করতে পারবেন।

প্রিলিমিনারি পরীক্ষায় প্রার্থীদের ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষা সময় হবে ২ ঘণ্টা। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর করে পাবেন প্রার্থীরা। ভুল উত্তরের জন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে। এ বিসিএসের লিখিত পরীক্ষা আটটি বিভাগীয় শহরে নেওয়া হবে। মৌখিক পরীক্ষা হবে কমিশনের প্রধান কার্যালয়ে। কেন্দ্র পরিবর্তনের কোনো আবেদন গ্রহণ করা হবে না।

বুধবার বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ সংশোধন করে আবেদন ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ‘অনগ্রসর জনগোষ্ঠীর’ জন্য আবেদন ফি ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকা করা হয়েছে। সেইসঙ্গে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর থেকে ৩২ বছর এবং বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর ২০০ এর পরিবর্তে ১০০ নির্ধারণ করা হয়েছে।

ঢাকা/হাসান/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়