ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

শিবির সভাপতি

বিজয়কে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল আওয়ামী লীগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ১৬ ডিসেম্বর ২০২৪  
বিজয়কে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল আওয়ামী লীগ

১৯৭১ সালের স্বাধীনতার বিজয়কে আওয়ামী লীগ ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

তিনি বলেছেন, ‘‘চব্বিশের জুলাই বিপ্লবের ন্যায় ১৯৭১ সালেও দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের আপামর জনতা স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ঐতিহাসিক এ সংগ্রামের বিজয় ছিল পুরো জাতির ঐক্যবদ্ধ ত্যাগের ফল। কিন্তু স্বাধীনতার স্বাদ পাওয়ার আগেই আওয়ামী লীগ সেই বিজয়কে ছিনতাই করে একে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল।’’

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় ৫৪তম বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শাহবাগ পর্যন্ত ঢাকা মহানগর আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশে মঞ্জুরুল ইসলাম বলেন, ‘‘স্বাধীনতার ৫৪ বছরে পদার্পণ করলেও দেশের জনগণ এখনো স্বাধীনতার প্রকৃত সুফল পায়নি। দেশের প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্ব বারবার বাধাগ্রস্ত হয়েছে। আওয়ামী লীগ গণতান্ত্রিক চেতনার বিপরীতে একদলীয় শাসন প্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধের আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ১৯৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। সেই অপশাসনের ধারাবাহিকতায় ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়েও দেশে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, বাকস্বাধীনতা খর্ব করা হয়েছে এবং বিরোধী মত দমনে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করা হয়েছে।’’

র‌্যালি ও সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্র ও মহানগরের নেতা এবং কর্মী-সমর্থকরা অংশগ্রহণ করেন। জাতীয় পতাকা ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে তারা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন।

ঢাকা/আসাদ/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়