ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র‍্যালি, ব্যানারে ‘৪৭-৭১-২৪’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ১৬ ডিসেম্বর ২০২৪  
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র‍্যালি, ব্যানারে ‘৪৭-৭১-২৪’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় শোভাযাত্রা।

মহান বিজয় দিবস উপলক্ষে লাল সবুজের পতাকা, বিজয় রঙের পোশাক ব্যানার ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য বিজয় র‍্যালি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। র‍্যালিতে ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে স্মরণ করা হয়েছে। ব্যানারে লেখা ছিল ‘আজাদী-৪৭, মুক্তিযুদ্ধ-৭১, স্বাধীনতা-২৪’।

র‍্যালিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অংশ নেওয়ারা ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতার ১৯৪৭, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী থেকে মুক্তির স্বাধীনতা যুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের নানা ব্যানার প্রদর্শন করেছেন।

আরো পড়ুন:

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শহীদ মিনার থেকে র‍্যালি শুরু হয়। এটি সুপ্রিম কোর্ট শাহবাগ ঘুরে পুনরায় শহীদ মিনারে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বিজয় র‍্যালিতে নারীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উপস্থিত ছিল। কেউ কেউ পরিবার নিয়ে এসেছিলেন বিজয় র‍্যালিতে যোগ দিতে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্যসচিব আরিফ সোহেলসহ নির্বাহী কমিটি, দপ্তর ও মিডিয়া সেলের সদস্য, সমন্বয়করা অংশ নিয়েছেন।

জুলাই অভ্যুত্থানে আহতরা র‍্যালিতে যোগ দেন। তারা মিছিলের সামনের সারিতে ছিলেন। দ্বিতীয় সারিতে রাখা হয় হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল কাশেম ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীসহ দেশভাগের সময়কার নেতাদের ছবি। এ সময় তারা ‘তোমার দেশ, আমার দেশ; বাংলাদেশ, বাংলাদেশ’, ‘দিল্লি না ঢাকা; ঢাকা ঢাকা’-সহ একাধিক স্লোগান দেন।  

বিজয় দিবস উপলক্ষে অনেকেই পরেন লাল-সবুজ রঙের পোশাক। কেউ কেউ গালে আঁকেন বাংলাদেশের পতাকা। কেউ বাঁধেন মাথায়।

এর আগে আজ সকাল থেকে শহীদ মিনারে উচ্ছ্বসিত জনতার ভিড় দেখা যায়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী থেকে মাদ্রাসা ছাত্র, সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ দলবেঁধে শহীদ মিনারে জড়ো হতে থাকেন। কেউ কেউ পরিবার নিয়ে আসেন বিজয় র‍্যালিতে। শহীদ মিনারে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন। তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ; দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকাসহ নানা স্লোগানে সরগরম হয়ে উঠে শহীদ মিনার প্রাঙ্গণ।

ঢাকা/হাসান/এনএইচ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়