ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

মোদির বক্তব্য মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার শামিল: রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ১৬ ডিসেম্বর ২০২৪  
মোদির বক্তব্য মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার শামিল: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘‘বাংলাদেশকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার শামিল।’’

সোমবার (১৬ ডিসেম্বর) কেরানিগঞ্জে বিজয় র‌্যালি শেষে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় দিবসকে ১৯৭১ সালে ‘ভারতের ঐতিহাসিক বিজয়' বর্ণনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি স্ট্যাটাসে লিখেছেন,"আজকের এই বিজয় দিবসে, সেইসব নির্ভীক সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই, যারা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রেখেছিল।’ এর তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপির মুখপাত্র বলেন, ‘‘১৯৭১ সালে পাকিস্তানিদের সাথে আমাদের মুক্তিযুদ্ধ ছিলো বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। এই স্বাধীনতার যুদ্ধকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করা মানে,   বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে অস্বীকার করা। ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা বোনদের ইজ্জতকে  তুচ্ছ তাচ্ছিল্য করা।’’

আরো পড়ুন:

তিনি বলেন, ‘‘আমরা রক্ত দিয়ে  পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি। দিল্লির কাছে আমরা মাথা নত করতে নয়।’’ 

তিনি মোদির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ‘‘১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়।’’

ঢাকা/মাকসুদ/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়