ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বিশ্ববিদ্যালয় সমাজের সঙ্গে সংযোগকারী প্রতিষ্ঠান: ঢাবি উপাচার্য 

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ১৮ ডিসেম্বর ২০২৪  
বিশ্ববিদ্যালয় সমাজের সঙ্গে সংযোগকারী প্রতিষ্ঠান: ঢাবি উপাচার্য 

বিশ্ববিদ্যালয়কে সমাজের সঙ্গে সংযোগকারী প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

বুধবার (১৮ ই ডিসেম্বর) শাহবাগ জাতীয় জাদুঘরের অডিটোরিয়ামে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ব আরবি ভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আরবি ভাষার লিখিত ইতিহাস ১ হাজার ৫০০ বছরের। এ ভাষার প্রভাব সর্বব্যাপী সেমিটিক ল্যাগুয়েজের অপর শাখা সংকুচিত হচ্ছে। কিন্তু একমাত্র আরবিই বড় হচ্ছে; শুধু ভাষা হিসাবে নয়, কালচার হিসাবেও। এরকম একটি ভাষাকে সম্মানিত করা, নিজেকে সম্মানিত করার নামান্তর। আমরা যারা মুসলমান, তাদের জন্য এটা ইহকাল ও পরকালের সংযোগকারী ভাষাও বটে।”

তিনি আরও বলেন, “আরেকটি বিষয় আমরা ভুলে যাই, বিশ্ববিদ্যালয় সমাজের সঙ্গে সংযোগকারী প্রতিষ্ঠান। জ্ঞানের যত বড় বিকাশই ঘটুক না কেন, সমাজের সঙ্গে সম্পর্কহীন হলে তা আর বিশ্ববিদ্যালয় থাকে না। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে এখন যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। তাই সমাজের সঙ্গে দৃঢ় সংযোগ স্থাপন করেছে।”

সভায় আরও বক্তব্য দেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শামসুল আলম, উপ উপাচার্য ড. শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ এসএম মামুনুর রাহমান খলিলি প্রমুখ।

১৯৭৩ সালে ১৮ ডিসেম্বর ইংরেজি, ফ্রেঞ্চ, স্প্যানিশ, চাইনিজ, রুশ ভাষার পাশাপাশি আরবি ভাষাও জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা লাভ করে। দিনটি স্মরণ রাখতে ২০১২ সাল থেকে প্রতিবছর ১৮ ডিসেম্বর ইউনেস্কোর উদ্যোগে বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপিত হয়। এবার দিবসটির প্রতিপাদ্য হলো- ‘মানবসভ্যতা ও সংস্কৃতিতে আরবি ভাষার অবদান’।

ঢাকা/সৌরভ/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়