ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

‘আমরা যখন লিভ-টুগেদার করি, তখন আমাদের মা-বাবারও আপত্তি ছিল না’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৯, ১৯ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২০:৪৮, ১৯ ডিসেম্বর ২০২৪
‘আমরা যখন লিভ-টুগেদার করি, তখন আমাদের মা-বাবারও আপত্তি ছিল না’

স্বামীর সঙ্গে স্বাগতা

চলতি বছরের শুরুতে ব্যবসায়ী হাসান আজাদকে বিয়ে করেন মডেল-অভিনেত্রী, কণ্ঠশিল্পী জিনাত শানু স্বাগতা। বিয়ের ১০ মাস পর এ অভিনেত্রী জানালেন, হাসানের সঙ্গে এক বছর লিভ-টুগেদার করার পরই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

জিনাত শানু স্বাগতা বলেন, “আমি আর হাসান এক বছর লিভ-টুগেদার করেছি। তারপর দু’জন দু’জনকে পার্টনার হিসেবে পছন্দ করেছি।”

বিয়ের আগে একসঙ্গে বসবাস করার বিষয়ে স্বাগতা-হাসানের বাবা-মা-ও আপত্তি জানাননি। স্বাগতা বলেন, “আমরা যখন লিভ-টুগেদার করেছি, আমাদের দু’জনের বাবা-মায়ের পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না। এমনকি আমার ভাই-বোনও বলেছে, কেউ যুক্তরাজ্যে থেকে আসলো, তুমি বিয়ে করে ফেললা, এরপর জীবনটা শেষ হয়ে গেল...তার চেয়ে ভালো একসঙ্গে থেকে দেখো, সারাজীবন থাকতে পারবে নাকি। তারপর সিদ্ধান্ত নাও।”

আরো পড়ুন:

লিভ-টুগেদার করার বিষয়টি সমাজও স্বাভাবিকভাবে গ্রহণ করেছে বলে মনে করেন স্বাগতা। তার ভাষায়— “সমাজও আমাদের বিষয়টা মেনে নিয়েছে। প্রথমে একটু সময় নিয়েছি। কিন্তু পরে বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে। আমি মনে করি, আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে। ডিভোর্স নরমালাইজ হচ্ছে, লিভ-টুগেদারও নরমালাইজ হবে।”

গত ২৪ জানুয়ারি রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন স্বাগতা-হাসান। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ২৭ জানুয়ারি তাদের বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নিজের মতো জীবনযাপন করছিলেন স্বাগতা। বছরখানেক একা থাকার পর আবার সংসারী হওয়ার কথা ভাবেন। একদিন ঢাকার একটি ক্লাবে পরিচয় হয় লন্ডনপ্রবাসী হাসান আজাদের সঙ্গে। তার জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা যুক্তরাজ্যে। গানও করেন তিনি। কিছুদিন পথচলার পর হাসানকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেন এই অভিনেত্রী। এটি স্বাগতার দ্বিতীয় বিয়ে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়