ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ভারতের পার্লামেন্টের বাইরে বিজেপি ও বিরোধীদলের এমপিদের সংঘাত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ১৯ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২১:২৭, ১৯ ডিসেম্বর ২০২৪
ভারতের পার্লামেন্টের বাইরে বিজেপি ও বিরোধীদলের এমপিদের সংঘাত

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি মন্তব্য ঘিরে দেশটির পার্লামেন্টের বাইরে বিজেপি ও  বিরোধী দলের এমপিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দু’পক্ষের ধস্তাধস্তিতে বিজেপির দুই এমপি আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

ওড়িশার বালেশ্বরের এমপি প্রতাপ চন্দ্রের অভিযোগ, পার্লামেন্টের মকর দরজার সামনে তাকে ধাক্কা মেরেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। 

বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, মাথায় আঘাত পেয়েছেন প্রতাপ। 

এনডিটিভি অনলাই জানিয়েছে, সতীর্থ বিজেপি এমপি এবং লোকসভার কর্মীরা ধরাধরি করে বাইরে আনার পরে প্রতাপকে দেখতে আসেন রাহুল। তার পর আহত প্রতাপকে হাসপাতালে পাঠানো হয়। 

প্রতাপ বলেছেন, “রাহুল গান্ধী এক এমপিকে ধাক্কা মারেন। তিনি আমার গায়ের উপর পড়েন। ফলে আমি মাটিতে পড়ে যাই।”

মঙ্গলবার রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর নিয়ে বিতর্কের শেষে জবাবি বক্তৃতায় অমিত শাহ বলেন, “এখন একটা ফ্যাশন হয়েছে, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর...। এতোবার ভগবানের নাম নিলে সাতজন্ম পর্যন্ত স্বর্গ লাভ হত।”

এর প্রতিক্রিয়া বুধবার থেকেই শাহের বিরুদ্ধে আম্বেদকর অবমাননার অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেসসহ বিরোধীরা। বৃহস্পতিবার লোকসভায় সেই বিক্ষোভ ঘিরেই হয় তুলকালাম। পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধীদের সঙ্গে এনডিএ জোটের সদস্যদের সংঘর্ষ হয়। এতে আহত হন প্রতাপ এবং উত্তর প্রদেশের এমপি মুকেশ রাজপুত। প্রতাপের মাথা থেকে রক্তক্ষরণ হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়