ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

যশোর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলে ৫ নতুন মুখ

যবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৯, ১৯ ডিসেম্বর ২০২৪  
যশোর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলে ৫ নতুন মুখ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে পাঁচজনকে মনোনয়ন করা হয়েছে। আগামী দুই বছর এ পাঁচজন বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এএসএম কাসেম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা ২১(১)(৫) এবং ২১(২) অনুযায়ী অ্যাকাডেমিক কাউন্সিলে গবেষণা সংস্থা ও উচ্চতর শিক্ষাকেন্দ্রে কর্মরত বিশিষ্ট পাঁচজনকে সদস্য হিসেবে দুই বছরের জন্য মনোনয়ন দেওয়া হলো।

তারা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ওয়াহেদুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. মুস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এমএমএ হাসেম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল মোজাদ্দেদী আলফেছানী।

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ, অ্যাকাডেমিক কর্মসূচি ও তৎসম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন, শিক্ষা-প্রশিক্ষণ, পরীক্ষার মান নির্ধারণ ও সংরক্ষণসহ শিক্ষা সংক্রান্ত সব সিদ্ধান্ত অ্যাকাডেমিক কাউন্সিলে গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের পরেই এর অবস্থান।

ঢাকা/ইমদাদুল/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়