ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

কমেছে ডিম, পেঁয়াজ ও আলুর দাম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ২০ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৩:৫৪, ২০ ডিসেম্বর ২০২৪
কমেছে ডিম, পেঁয়াজ ও আলুর দাম

ছবি: রায়হান হোসেন

বিগত মাসগুলোতে ডিম, পেঁয়াজ ও আলুর দাম ছিল ঊর্ধ্বমুখী। এ সপ্তাহে কমতে শুরু করেছে এ তিন পণ্যের দাম। বাজারে এখন প্রতি কেজি মুড়িকাটা পেঁয়াজ ৭০ টাকা ও নতুন আলু ৭০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের ডজন ১৩০ থেকে ১৩৫ টাকা।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর নিউ মার্কেট, কারওয়ান বাজারসহ গুরুত্বপূর্ণ বাজারগুলো ঘুরে এসব তথ্য জানা গেছে। 

বিক্রেতারা জানিয়েছেন, বাজারে এখনো সয়াবিন তেলের সরবরাহ চাহিদামতো বাড়েনি। দাম বেড়েছে চাল, মুরগি, গরু ও খাসির মাংসের। প্রায় সব জাতের চালের দাম ২ থেকে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে কেজি প্রতি।

গত সপ্তাহে যে ব্রয়লার মুরগির দাম ছিল ১৮০ থেকে ১৯০ টাকা, তা এ সপ্তাহে বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকায়। গরুর মাংসের কেজি ৮০০ টাকা ও খাসির মাংসের কেজি ১ হাজার ১৫০ টাকা।

রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি কেজি বেগুন মানভেদে ৫০ টাকা, করলা ৭০ টাকা, পেঁপে ৪০ টাকা, গাজর ১০০ টাকা, প্রতিটি পিস লাউ ৫০, ফুলকপির জোড়া ৬০ থেকে ৭০ টাকা, টমেটো ১০০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, দেশি শসা ৪০ টাকা, বরবটি ৯০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, জালি কুমড়া ৪০ টাকা পিস, মিষ্টি কুমড়া ৩০ টাকা, মুলা ৩০ টাকা এবং কাঁচামরিচ ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে মাছের সরবরাহ ভালো থাকায় গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে দাম কিছুটা কমেছে। এখন মাঝারি সাইজের রুই মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৫০ থেকে থেকে ২৮০ টাকায়। বড় সাইজের চাষের পাঙাস কেজি ২০০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, কৈ ১৮০ টাকা, শিং ৫০০ টাকা, পাবদা ৩৫০ টাকা, চিংড়ি ৫০০ টাকা, দেশি পাঁচমিশালি ছোট মাছ ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর সালেক গার্ডেন কাঁচাবাজারে কেনাকাটা করতে আসা সাওন আহমেদ এ প্রতিবেদককে বলেছেন, “সবজি ও ডিমের দাম কমছে। কিন্তু, মাংসের দাম বাড়ছে। মাংসের দাম কমলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য একটু সুবিধা হতো।”

নিউ মার্কেটের মাংস বিক্রেতা আব্বাস মিয়া রাইজিংবিডিকে বলেন, “শীত মৌসুমে বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থাকে। চাহিদামতো সরবরাহ না থাকায় সব মাংসের দাম বাড়ছে। তবে, আশার করছি, সরবরাহ ঠিক হলে আগামী সপ্তাহ থেকে দাম কমে আসবে।”

ঢাকা/রায়হান/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়